জুলাই শহীদদের মাগফেরাত কামনায় ইবি ছাত্রদলের স্মরণসভা
Published: 30th, August 2025 GMT
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের মাগফেরাত কামনায় স্মরণ সভার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভা শেষে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আরো পড়ুন:
জাকসু নির্বাচন: গ্রুপিংয়ের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা ছাত্রদল নেত্রীর
শিবিরকর্মী কেন প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন বাগছাস নেতার
সভায় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড.
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইবি সাদা দলের আহবায়ক ড. একেএম মতিনুর রহমান, ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান।
শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে ছিলেন ইবি জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. আলিনূর রহমান, অধ্যাপক ড. মিজানুর রহমান, ইবি ইউট্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান।
এছাড়া শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আনোয়ার পারভেজ, রোকন উদ্দিন, আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য- রাফিজ আহম্মেদ, নুর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর ও সাব্বির হোসেনসহ সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “১৭ বছর ধরে যে ফ্যাসিজম আমাদের উপর ভর করেছিল, সেটা সরিয়েছে ছাত্র সমাজ। ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু তার পালিয়ে যাওয়ার ইতিহাসটা বিরল। আওয়ামী লীগ এমন দল যারা কর্মীদের কথা না ভেবে পালিয়েছে। হাসিনা যা করেছে একই কাজ শেখ মুজিবও করেছিল। কিন্তু বিএনপি এই রাজনীতি করে না। বরং বিএনপি প্রতিটি কর্মীকে নিজেদের সন্তান মনে করে। বিএনপি তাদের নিজেদের আদর্শে চলে। তারা চিন্তা করে, বিএনপির যে অবদান সেটা জনগণ বিচার করবে। এটাই বিএনপির বড় আদর্শ।”
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র ব এনপ
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী