জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের মাগফেরাত কামনায় স্মরণ সভার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভা শেষে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আরো পড়ুন:

জাকসু নির্বাচন: গ্রুপিংয়ের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা ছাত্রদল নেত্রীর

শিবিরকর্মী কেন প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন বাগছাস নেতার

সভায় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড.

এমতাজ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইবি সাদা দলের আহবায়ক ড. একেএম মতিনুর রহমান, ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে ছিলেন ইবি জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. আলিনূর রহমান, অধ্যাপক ড. মিজানুর রহমান, ইবি ইউট্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান।

এছাড়া শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আনোয়ার পারভেজ, রোকন উদ্দিন, আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য- রাফিজ আহম্মেদ, নুর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর ও সাব্বির হোসেনসহ সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “১৭ বছর ধরে যে ফ্যাসিজম আমাদের উপর ভর করেছিল, সেটা সরিয়েছে ছাত্র সমাজ। ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু তার পালিয়ে যাওয়ার ইতিহাসটা বিরল। আওয়ামী লীগ এমন দল যারা কর্মীদের কথা না ভেবে পালিয়েছে। হাসিনা যা করেছে একই কাজ শেখ মুজিবও করেছিল। কিন্তু বিএনপি এই রাজনীতি করে না। বরং বিএনপি প্রতিটি কর্মীকে নিজেদের সন্তান মনে করে। বিএনপি তাদের নিজেদের আদর্শে চলে। তারা চিন্তা করে, বিএনপির যে অবদান সেটা জনগণ বিচার করবে। এটাই বিএনপির বড় আদর্শ।”

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র ব এনপ

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ