মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের উপর নতুন করে আরোপিত ২৫০ ডলার ‘ভিসা ইন্টিগ্রিটি ফি’ দেশটির পর্যটন খাতে আরো চাপ সৃষ্টির ঝুঁকি তৈরি করছে। কারণ ইতোমধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপ এবং অনেক বিদেশী দেশের প্রতি বৈরিতার কারণে পর্যটকদের আগমন হ্রাস পাচ্ছে।

মার্কিন সরকারের তথ্য অনুসারে, জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যটক বা বিদেশি ভ্রমণকারীদের সংখ্যা ৩ দশমিক ১ শতাংশ কমে ১৯ লাখ ২০ হাজারে দাঁড়িয়েছে। 

১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া নতুন ভিসা ফি যেসব দেশের জন্য ভিসা ফি মওকুফ নয়, যেমন মেক্সিকো, আর্জেন্টিনা, ভারত, ব্রাজিল এবং চীন থেকে আসা ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত বাধা তৈরি করে। সদস্য সংস্থা ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের মতে, অতিরিক্ত চার্জ মোট ভিসা খরচ ৪৪২ ডলারে উন্নীত করবে, যা বিশ্বের সর্বোচ্চ ভিসা ফিগুলোর মধ্যে একটি।

বিশ্বব্যাপী ভ্রমণ ব্যবস্থাপনা সংস্থা আল্টুরের সভাপতি গ্যাবে রিজ্জি বলেন, “ভ্রমণকারীদের অভিজ্ঞতায় আমরা যে কোনো পরিমাণ ফি বাড়াবো, তা ভ্রমণের পরিমাণ কিছুটা কমিয়ে দেবে। গ্রীষ্ম শেষ হওয়ার সাথে সাথে এটি আরো গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে উঠবে এবং আমাদের ভ্রমণ বাজেট ও ডকুমেন্টেশনের সাথে ফি যোগ করতে হবে।”

বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিলের মতে, চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটকদের ব্যয় ১৬৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে, যা ২০২৪ সালে ১৮১ বিলিয়ন ডলার ছিল।

ট্রাম্পের অভিবাসন নীতি, বৈদেশিক সাহায্যে কর্তন এবং ব্যাপক শুল্কের কারণে আমেরিকার গন্তব্যস্থল হিসেবে আকর্ষণ কমে গেছে — এমনকি ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মতো বড় ইভেন্টগুলো সামনে থাকা সত্ত্বেও, ভিসা ফি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে এক হতাশাজনক ধারণাকে আরো জোরদার করছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম র ক ন য ক তর ষ ট র ভ রমণক র দ র ভ রমণ

এছাড়াও পড়ুন:

সুন্দরবনের নতুন পর্যটন স্পট ‘আলী বান্দা’

পূর্ব সুন্দরবনের নিসর্গঘেরা অভয়ারণ্যে গড়ে তোলা হয়েছে নতুন পর্যটন কেন্দ্র ‘আলীবান্দা ইকো-ট্যুরিজম সেন্টার’। সবুজ ম্যানগ্রোভ বনের বুক চিরে, নদীর নোনাজলে ভেসে, প্রকৃতির নীরব সৌন্দর্যে ঘেরা এই কেন্দ্রটি চলতি নভেম্বর মাস থেকে আনুষ্ঠানিকভাবে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন আলী বান্দা এরইমধ্যে ভ্রমণপিপাসুদের দৃষ্টি কেড়েছে। শরণখোলা রেঞ্জ অফিস থেকে ট্রলারযোগে মাত্র ৪০ মিনিটের নৌপথ পেরিয়ে পৌঁছানো যায় সেখানে। 

যাত্রাপথে চোখে পড়ে বনের গভীর সবুজ গাছগাছালি, ঝাঁকে ঝাঁকে উড়ে যাওয়া পাখি, কচুরিপানায় ঢাকা জলাশয় এবং সুন্দরী-গেওয়া গাছের সারি যা পর্যটকদের মোহিত করে।

বন বিভাগ জানিয়েছে, ২০২২-২৩ অর্থবছরে আলীবান্দা ইকো-ট্যুরিজম সেন্টারের অবকাঠামো নির্মাণকাজ শুরু হয়। এখানে তৈরি হয়েছে ছয়তলা ভবনের সমান উচ্চতার একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে সুন্দরবনের বিস্তৃত সবুজাভ দৃশ্য চোখে ধরা পড়ে। 

রয়েছে দেড় কিলোমিটার দীর্ঘ ফুট ট্রেইল (ওয়াকওয়ে)। পথের দুই পাশে ঘন বনের মাঝে হাঁটলে দেখা যায় প্রকৃতির আসল রূপ। এছাড়া রয়েছে মিষ্টি পানির পুকুর, হরিণ রাখার সেড, জেটি, বিশ্রামাগার, সুভেনিয়ার শপ এবং পর্যটকদের নিরাপত্তায় বনরক্ষী ও স্থানীয় গাইডের সার্বক্ষণিক তত্ত্বাবধান।

ভৌগোলিক অবস্থানের কারণে আলীবান্দা বরিশাল বিভাগের জেলাগুলোর মানুষের জন্য সবচেয়ে সহজগম্য স্পট হিসেবে বিবেচিত হচ্ছে। কম সময় ও কম ঝুঁকিতে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যাবে এখানে। স্থানীয় পর্যটকরা এরইমধ্যে আগ্রহ দেখাতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা শাহিন বলেন, “আলীবান্দা ইকো-ট্যুরিজম সেন্টার চালু হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এতে স্থানীয় গাইড, নৌযানচালক, হোটেল ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটনের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়বে।”

তবে পর্যটনকেন্দ্রে প্রবেশ ফি নিয়ে অসন্তোষ রয়েছে। আলীবান্দায় প্রবেশের ফি নির্ধারণ করা হয়েছে ৩৪৫ টাকা।

শরণখোলা ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাসেল বয়াতী বলেন, ‘‘আলীবান্দায় প্রবেশ ফি ৩৪৫ টাকা, অথচ একই বনের করমজল পর্যটন পয়েন্টে ফি মাত্র ৪৬ টাকা। অনেকেই আলীবান্দায় যেতে আগ্রহী, কিন্তু ফি বেশি হওয়ায় নিরুৎসাহিত হচ্ছেন।’’

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, “আলীবান্দা এখন প্রায় প্রস্তুত। চলতি মাসেই এখানে হরিণ আনা হবে। বর্তমানে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে স্পটটি। যেহেতু এটি ২০১৭ সালে ঘোষণা করা অভয়ারণ্য এলাকার অন্তর্ভুক্ত, তাই সাধারণ বনাঞ্চলের তুলনায় কিছু বিধিনিষেধ ও প্রবেশ ফি বেশি রাখা হয়েছে। তবে পর্যটকদের দাবির বিষয়টি আমরা সরকারের কাছে জানাব।’’

ঢাকা/শহিদুল/এস

সম্পর্কিত নিবন্ধ

  • এআইয়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা
  • দুই দিনে যেতে পারেননি কোনো পর্যটক, কক্সবাজার-সেন্ট মার্টিন জাহাজ চলাচল অনিশ্চিত
  • অনুমোদনের প্রথম দিন সেন্ট মার্টিন যায়নি কোনো পর্যটকবাহী জাহাজ
  • সেন্টমার্টিনের দ্বার খোলা, ছাড়েনি জাহাজ
  • পর্যটন শিল্প বিকাশে আইকন গ্লোবাল ট্যুর অপারেটর আল মামুন
  • সুন্দরবনের নতুন পর্যটন স্পট ‘আলী বান্দা’
  • কক্সবাজার সৈকতে ঘোড়া, কুকুর ও গরু, স্বাস্থ্যঝুঁকি কতটুকু
  • ট্রেনের ছাদে ভ্রমণকালে বৈদ্যুতিক লাইনের নেটের আঘাতে নিহত ১, আহত ৫
  • সেন্টমার্টিনের দ্বার খুলছে শনিবার, জাহাজ চালাবেন না মালিকরা