মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের উপর নতুন করে আরোপিত ২৫০ ডলার ‘ভিসা ইন্টিগ্রিটি ফি’ দেশটির পর্যটন খাতে আরো চাপ সৃষ্টির ঝুঁকি তৈরি করছে। কারণ ইতোমধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপ এবং অনেক বিদেশী দেশের প্রতি বৈরিতার কারণে পর্যটকদের আগমন হ্রাস পাচ্ছে।

মার্কিন সরকারের তথ্য অনুসারে, জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যটক বা বিদেশি ভ্রমণকারীদের সংখ্যা ৩ দশমিক ১ শতাংশ কমে ১৯ লাখ ২০ হাজারে দাঁড়িয়েছে। 

১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া নতুন ভিসা ফি যেসব দেশের জন্য ভিসা ফি মওকুফ নয়, যেমন মেক্সিকো, আর্জেন্টিনা, ভারত, ব্রাজিল এবং চীন থেকে আসা ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত বাধা তৈরি করে। সদস্য সংস্থা ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের মতে, অতিরিক্ত চার্জ মোট ভিসা খরচ ৪৪২ ডলারে উন্নীত করবে, যা বিশ্বের সর্বোচ্চ ভিসা ফিগুলোর মধ্যে একটি।

বিশ্বব্যাপী ভ্রমণ ব্যবস্থাপনা সংস্থা আল্টুরের সভাপতি গ্যাবে রিজ্জি বলেন, “ভ্রমণকারীদের অভিজ্ঞতায় আমরা যে কোনো পরিমাণ ফি বাড়াবো, তা ভ্রমণের পরিমাণ কিছুটা কমিয়ে দেবে। গ্রীষ্ম শেষ হওয়ার সাথে সাথে এটি আরো গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে উঠবে এবং আমাদের ভ্রমণ বাজেট ও ডকুমেন্টেশনের সাথে ফি যোগ করতে হবে।”

বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিলের মতে, চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটকদের ব্যয় ১৬৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে, যা ২০২৪ সালে ১৮১ বিলিয়ন ডলার ছিল।

ট্রাম্পের অভিবাসন নীতি, বৈদেশিক সাহায্যে কর্তন এবং ব্যাপক শুল্কের কারণে আমেরিকার গন্তব্যস্থল হিসেবে আকর্ষণ কমে গেছে — এমনকি ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মতো বড় ইভেন্টগুলো সামনে থাকা সত্ত্বেও, ভিসা ফি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে এক হতাশাজনক ধারণাকে আরো জোরদার করছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম র ক ন য ক তর ষ ট র ভ রমণক র দ র ভ রমণ

এছাড়াও পড়ুন:

সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, কন্টেন্ট ক্রিয়েটরের কারাদণ্ড

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলরত নারী পর্যটকদের ভিডিও ধারণ করার দায়ে রুবেল (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক। এ সময় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

রুবেল বরগুনা সদর উপজেলার বাসিন্দা। তিনি মুদি দোকানের ব্যবসার পাশাপাশি কনটেন্ট তৈরি করেন।

সৈকতের ফটোগ্রাফার আরিফ মিয়া  বলেন, ‘‘রুবেল নারীদের গোসলের ভিডিও করছিলেন। প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। বিষয়টি দেখত পেয়ে তাকে আটক করি।’’

অপর ফটোগ্রাফার রাসেল বলেন, “রুবেলের মোবাইল চেক করে দেখি, অনেক ভিডিও। সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশকে খবর দেই। পরে তাদের কাছে সোপর্দ করি।’’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “অনুমতি ছাড়া নারী পর্যটকদের ভিডিও ধারণের দায়ে রুবেলকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।’’

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, কন্টেন্ট ক্রিয়েটরের কারাদণ্ড