গাজীপুরের কালীগঞ্জে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল রুটে রেল লাইন ক্রসিংয়ের সময় একটি ইজি বাইক ট্রেনের সাথে আটকে যায়। প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইকটি ট্রেন থেকে আলাদা হয়। 

রবিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার আড়িখোলা রেলস্টেশনের অদূরে তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের পেছনে চুয়ারিয়াখোলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়িখোলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো.

আরমান হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী-কালীগঞ্জ সড়ক থেকে তুমলিয়া বারক উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে একটি ইজিবাইক চুয়ারিয়াখোলা রেলক্রসিং পার হচ্ছিলো। সেসময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। পাশে পড়ে না গিয়ে ইজিবাইকটি ট্রেনের সামনের অংশে আটকে যায়। প্রায় আধা কিলোমিটার দূরে কাপাসিয়া রোডের কাটারপাড় এলাকায় গিয়ে ইজিবাইকটি ট্রেন থেকে আলাদা হয়ে যায়। এ ঘটনায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়।

স্টেশন মাস্টার আরমান হোসেন জানান, টেনটি আসতে দেখে ইজিবাইকের চালক সেটি রেল লাইনে উপরে রেখেই দৌড়ে পালিয়ে যান। এ কারণে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ঢাকা/রফিক/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ