নড়াইলে অপহৃত শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪
Published: 31st, August 2025 GMT
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের সৌদি প্রবাসী সালাউদ্দিন মৃধার ছেলে আব্দুল্লাহ মেজবাহকে (৮) উদ্ধার করেছে পুলিশ। তাকে মুক্তিপণ পাওয়ার জন্য অপহরণ করা হয়েছিল।
রবিবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশু আব্দুল্লাহ মেজবাহকে উদ্ধার করা হয়। অভিযানে লোহাগড়া থানা পুলিশ নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
আরো পড়ুন:
সিলেটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনায় জাপা কার্যালয়ে হামলা, লাঠিচার্জে ছত্রভঙ্গ
দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম শিশুকে উদ্ধার এবং চারজনের গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।
লোহাগড়া থানার হলরুমে প্রেস ব্রিফিংয়ে ওসি জানান, শিশু আব্দুল্লাহ মেজবাহ শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের উজ্জ্বল শেখের দোকানে যায়। দোকানি উজ্জ্বল শেখ তাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলে। তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার পরিকল্পনা করে। অপহরণকারীরা রাতেই আব্দুল্লাহ মেজবাহকে নিয়ে শহরের রামপুর এলাকায় নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখে।
তিনি আরো জানান, অপহরণকারী উজ্জ্বল শেখ ভুক্তভোগীর পরিবারের সদস্যদের থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। উজ্জ্বল শেখের কথাবার্তায় অসঙ্গতি পেয়ে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে নিয়ে অভিযানে চালিয়ে নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করে। অপহরণে জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজন গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, ঘাঘা গ্রামের উত্তর পাড়ার দোকানি উজ্জ্বল শেখ, বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম, তার ছেলে সাকিব লস্কর এবং পাশের যোগিয়া গ্রামের হানিফ শেখের ছেলে জান্নাতুল।
ওসি শরিফুল ইসলাম আরো জানান, থানায় অপহরণ মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
ঢাকা/শরিফুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অপহরণ উদ ধ র ল হ গড়
এছাড়াও পড়ুন:
পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার একটি দোকান থেকে নুরুল আবছার (২৭) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল মুখোশধারী ব্যক্তি। আজ বুধবার সকাল সাতটায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের তৎপরতায় সকাল সাড়ে ৯টায় তিনি ছাড়া পান।
উদ্ধারের পর পটিয়া থানা প্রাঙ্গণে অপহরণের শিকার নুরুল আবছার প্রথম আলোকে বলেন, তিনি ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি তাঁর চাকরি চলে যায়। এরপর পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার সাহিত্য বিশারদ সড়কে মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো আজ সকালে দোকান খোলেন তিনি। এ সময় তিন থেকে চারজন মুখোশধারী লোক ধারালো অস্ত্রের মুখে তাঁকে ধরে অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। তারা তাঁর পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে নেয়। পরে আরও ৪ লাখ টাকা দাবি করে, পরে ১৭ লাখ এনে দিতে বলেন। তাঁকে চন্দ্র কালারপোল নামের নির্জন এলাকায় নিয়ে অপহরণকারীরা তাঁকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাতও করেন।
পটিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধারের তৎপরতায় নামে। পরে চন্দ্র কালারপোল এলাকায় পুলিশ গেলে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণ করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।