প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা করায় বিএনপির ৫ নেতাকে শোক
Published: 31st, August 2025 GMT
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা করায় রাজশাহীতে বিএনপির পাঁচ নেতাকে শোকজ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে ওই পাঁচ নেতাকে আগামী পাঁচ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
যাদের শোকজ করা হয়েছে তারা হলেন- রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, জেলার সদস্য জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, মোহনপুর উপজেলার কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, পবার নওহাটা পৌর বিএনপির সভাপতি আব্দুর রফিক ও বাগমারা উপজেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান রঞ্জু।
আরো পড়ুন:
জনগণের সরকার হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: ফখরুল
যমুনায় বিএনপির প্রতিনিধি দল
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাতে নগরীর বোয়ালিয়া থানা এলাকার বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য প্রস্তুতি সভা করেন এই নেতারা। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু। জেলার আহ্বায়ক-সদস্য সচিব এ সভায় ছিলেন না। সভায় সিদ্ধান্ত হয়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর বিকেলে নগরীর আলুপট্টি মোড় থেকে শোভযাত্রা বের করা হবে।
এই সভার খবর জানতে পেরে আহ্বায়ক কমিটি ওই পাঁচ নেতাকে শোকজ করেন। শোকজ নোটিশে বলা হয়, আপনাদের এই ধরণের দলীয় কর্মকাণ্ড সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সামিল। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে তোফাজ্জল হোসেন তপু বলেন, “রাজশাহী জেলা বিএনপির কমিটি নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। পরে সেটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এখন কোনো কমিটি নেই। তাই তারা আমাকে কারণ দর্শানো নোটিশ দিতে পারে না।’
তিনি দাবি করেন, “বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ঢাকায় তার বাসায় ৩০-৩২ জন নেতার উপস্থিতিতে বলেছেন যে, জেলা কমিটি বিলুপ্ত হয়ে গেছে।”
এ বিষয়ে লিখিত কোনো প্রমাণ আছে কি না জানতে চাইলে তপু বলেন, “তিনি মৌখিকভাবে আমাদের জানিয়েছেন।”
এ বিষয়ে কথা বলতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইলে সংযোগ মেলেনি। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, “কমিটি চলমান রয়েছে। যাদের শোকজ করা হয়েছে, তারা পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করলে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এ কারণে তাদের শোকজ করে পাঁচদিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
ঢাকা/কেয়া/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র স সদস য
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন