বেরোবির হলের খাবারে মিলল বড় পোকা
Published: 1st, September 2025 GMT
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির পোকা পেয়েছেন এক আবাসিক শিক্ষার্থী।
রবিবার (৩১ আগস্ট) দুপুরের খাবারে এ পোকা পাওয়া যায়।
আরো পড়ুন:
দেড় মাসেও সংশোধন হয়নি আবু সাঈদ স্মরণে নির্মিত ‘স্ট্রিট মেমোরি’
বৈষম্য নিরসনের দাবিতে বেরোবির প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ
খাবারে পোকা পাওয়া আবাসিক শিক্ষার্থী রাশেদ হোসেন বলেন, “আমি খাবার নিয়ে যখন খেতে বসি তখনই দেখতে পাই বড় একটা পোকা। দেখতে কেঁচোর মত। এরপর আর আমি খাইনি। এসব দেখার পর আর খেতে মন চায়?”
তিনি আরো বলেন, “এগুলো দেখার পর খাওয়ার রুচি বন্ধ হয়ে গেছে। সব খাবার ফেলে দিয়ে রুমমেট থেকে খাবার নিয়ে খেয়েছি।”
আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, গত ১ মাস থেকে হলে প্রাধ্যক্ষ নেই। প্রাধ্যক্ষ ছাড়াই চলছে হল। কোনো কিছু দেখা কেউ নেই। চরম অব্যবস্থাপনায় চলছে হল।
ক্ষোভ প্রকাশ করে হলের আবাসিক শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, “হলের খাবারে ২-৩ ইঞ্চির মতো একটি কেল্লো। তাছাড়া প্রায়ই শিক্ষার্থীরা ডাইনিংয়ের খাবারের ব্যাপারে অভিযোগ দেখা যায়। কিন্তু স্থায়ী কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না। একটা লাইভ স্ট্রিমিং কিংবা কলে কথা বলতেও মিনিটে মিনিটে নেট বাফারিং। ওয়াইফাই সমস্যা আর কাটছেই না। হলের ছোট্ট একটা গেস্টরুম সেটা ঠিকঠাক করার দিকে কোনো নজর নেই।”
তিনি বলেন, “রিডিং রুমে জায়গা সংকুলান, মাঝেমধ্যে এটা ওটা নষ্ট হচ্ছে। এগুলো নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। বড় কথা হলের প্রাধ্যক্ষই নেই; আমরা আর কতদিন এভাবে চলব। ডাইনিংয়ের উন্নয়নের বিষয়সহ অন্যান্য সব সমস্যার বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
ডাইনিং পরিচালনার দায়িত্বে থাকা কাউসার আহমেদ বলেন, “শাকে এত বড় পোকা পাওয়া রীতিমতো অসম্ভব। শাক ধোয়া হয় তারপর হাত দিয়ে ভাগ করা হয়। এইটা তো হাতেও লাগার কথা। এইটি পরিকল্পিত কিনা তাও দেখার বিষয়।”
এ ব্যাপার হল প্রাধ্যক্ষ ড.
ঢাকা/আজম/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।
ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”
জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।
ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”
ঢাকা/শাহেদ