সোনারগাঁয়ে সোনারগাঁ পপুলার ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
Published: 1st, September 2025 GMT
সোনারগাঁয়ে সোনারগাঁ পপুলার ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সাহাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন (উত্তর পাশে) ২নং গেইট সংলগ্ন সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ফারুক আহমেদের সভাপতিত্বে দোয়া ও মাহফিলের মাধ্যমে উদ্ধোধন করা হয়। এ সময় স্হানীয় গণমান্য উপস্থিত ছিলেন।
ফারুক আহমেদ বলেন,সময়ের সাথে সাথে সোনারগাঁ একটি উদীয়মান এলাকায় রূপান্তরিত হচ্ছে, যেখানে আধুনিক নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সাম্প্রতিক সময়ে এখানকার জনসংখ্যা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখানকার মানুষের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে।
তিনি আরও বলেন, এই এলাকায় আধুনিক, সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। সোনারগাঁয়ে মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে আরও উন্নত, সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ স ন রগ
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত