চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুইদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও চবি প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরে বিক্ষোভ করে সংগঠনটির নেতাকর্মীরা।

সেসময় তারা ‘দফা এক দাবি এক, প্রশাসনের পদত্যাগ’; ‘এক দুই তিন চার, প্রশাসন গদি ছাড়’; ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন নিয়োগ করে’; ‘বাহ ভিসি চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার’; ‘আহতদের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবিলম্বে করতে হবে’; ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “চবি প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দুইদিন ধরে যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে, এতে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিলে আমাদের এত শিক্ষার্থী আহত হতো না। ঘটনার পেছনে প্রশাসনের কতিপয় ব্যক্তির ইন্ধন এবং বিশেষ গোষ্ঠীর এজেন্ডা আছে। তাই এই ব্যর্থ প্রশাসনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায়, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

তিনি বলেন, “যেসব সন্ত্রাসী আমাদের ভাইদের কুপিয়েছে, বর্বরোচিতভাবে আহত করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনি শাস্তি নিশ্চিত করতে হবে।” 

শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এবং সংঘর্ষে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আমরা এই প্রশাসনের পদত্যাগ চাই। এটি আমাদের দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত।”

তিনি আরো বলেন, “আমাদের শিক্ষার্থী ভাইদের উপর নিষ্ঠুরভাবে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। কিন্তু ঘটনার তিন দিন হয়ে গেলেও চবি প্রশাসনের এখনো কোনো আইনি পদক্ষেপ নিতে দেখা যায়নি।”

ঢাকা/মিজানুর/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সন ত র স ছ ত রদল আম দ র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ