মুরাদনগরে মন্দিরের জমি থেকে মাটি লুট
Published: 4th, September 2025 GMT
কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজারের দৌরাত্ম্যে কৃষি ও ধর্মীয় স্থানের জমি ধ্বংসের মুখে। শুধু এই উপজেলাতেই প্রতি বছর অন্তত ৫০০ একর কৃষি জমির মাটি অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে।
উপজেলার ২২টি ইউনিয়নের প্রতিটিতেই গড়ে পাঁচটি করে ড্রেজার মেশিন সক্রিয়। প্রশাসন অভিযান চালালেও কয়েক ঘণ্টার মধ্যেই ফের সক্রিয় হয়ে যায় সিন্ডিকেট।
আরো পড়ুন:
গাজীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি
ঈশ্বরদীতে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
সম্প্রতি রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা বিলের ব্রাহ্মণ চাপিতলা মৌজায় শ্রী শ্রী দক্ষিণা কালীমাতা মন্দিরের ২ একর ৫৪ শতক জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী তাইজুদ্দিন জমিটি দখল করে আহমেদ মিয়ার কাছে প্রতি ফুট ৫ টাকা দরে মাটি বিক্রি করেন। পরে জসীম উদ্দীন ড্রেজারের মাধ্যমে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছেন।
এ বিষয়ে জসীম উদ্দীন বলেন, “জমিটি মন্দিরের তা জানতাম না। এখন শুনে ড্রেজার বন্ধ করার কথা ভাবছি।” আহমেদ মিয়াও একই বক্তব্য দেন। তবে তাইজুদ্দিন দাবি করেন, তার বাবা প্রায় ৪০ বছর আগে জমিটি মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে কিনেছেন, কিন্তু রেকর্ড সংশোধন হয়নি।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
মাটি-ভরাটের চাহিদা বেশি থাকায় সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হলেও প্রতিবার তথ্য পেলে অভিযান চালানো হচ্ছে বলে জানান ইউএনও।
ঢাকা/রুবেল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫