এশিয়া কাপ ২০২৫ ঘিরে জমে উঠেছে প্রস্তুতি। এরই মধ্যে নিজেদের শক্তিশালী দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। প্রত্যাশিতভাবেই দলের নেতৃত্ব পেয়েছেন তারকা অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম।

বৃহস্পতিবার ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার চমৎকার মিশেল দেখা গেছে। ওয়াসিমের নেতৃত্বে দলে আছেন আলিশান শরাফু, জুনায়েদ সিদ্দিকি, মোহাম্মদ জাওয়াদুল্লাহ ও আসিফ খান। যাদের ওপর ভরসা রাখছে ইউএই ক্রিকেট বোর্ড।

আরো পড়ুন:

এবার মেয়েসন্তানের বাবা হলেন মিরাজ

এশিয়া কাপ ২০২৫: শিরোপা জিতলে কত টাকা পুরস্কার পাবে চ্যাম্পিয়ন দল?

রাহুল চোপড়া, যিনি চলমান ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন, তাকেও বড় ভরসা মনে করা হচ্ছে। পাশাপাশি আলোচনায় আছেন সাগির খান। ঘরের মাঠে ট্রাই-সিরিজে তিনি ৯.

৬০ স্ট্রাইক রেটে পাঁচ উইকেট তুলে নিয়েছেন। যার মধ্যে ছিল এক ম্যাচে তিন উইকেট শিকার। ফলে এশিয়া কাপে বল হাতে তাকেই বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে ইউএই।

এশিয়া কাপের মূল মঞ্চে ইউএই বরাবরের মতোই আন্ডারডগ, তবে ওয়াসিমের নেতৃত্বে চমক দেওয়ার ক্ষমতা যে তাদের আছে, সেটাই প্রমাণ করতে নামবে তারা।

এশিয়া কাপে আরব আমিরাতের স্কোয়াড:
মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি’সুজা, হায়দার আলী, হর্ষিত কৌশিক, জুনায়েদ সিদ্দিকি, মতিউল্লাহ খান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাওয়াদুল্লাহ, মোহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া (উইকেটকিপার), রোহিদ খান, সিমরনজিৎ সিংহ ও সাগির খান।

গ্রুপ পর্বের সূচি:
এশিয়া কাপে ‘গ্রুপ-এ’ তে পড়েছে ইউএই। তাদের প্রতিপক্ষ ভারত, ওমান ও পাকিস্তান। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে ভারতের, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এরপর আবুধাবিতে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ওমান। আর গ্রুপ পর্বের শেষ লড়াই হবে ১৭ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে, দুবাইয়ে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ উইক ট

এছাড়াও পড়ুন:

ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।

আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।

ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।

আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • আরব-মুসলিম নেতাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার আহ্বান
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা