এশিয়া কাপ ২০২৫: সংযুক্ত আরব আমিরাতের দল ঘোষণা
Published: 4th, September 2025 GMT
এশিয়া কাপ ২০২৫ ঘিরে জমে উঠেছে প্রস্তুতি। এরই মধ্যে নিজেদের শক্তিশালী দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। প্রত্যাশিতভাবেই দলের নেতৃত্ব পেয়েছেন তারকা অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম।
বৃহস্পতিবার ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার চমৎকার মিশেল দেখা গেছে। ওয়াসিমের নেতৃত্বে দলে আছেন আলিশান শরাফু, জুনায়েদ সিদ্দিকি, মোহাম্মদ জাওয়াদুল্লাহ ও আসিফ খান। যাদের ওপর ভরসা রাখছে ইউএই ক্রিকেট বোর্ড।
আরো পড়ুন:
এবার মেয়েসন্তানের বাবা হলেন মিরাজ
এশিয়া কাপ ২০২৫: শিরোপা জিতলে কত টাকা পুরস্কার পাবে চ্যাম্পিয়ন দল?
রাহুল চোপড়া, যিনি চলমান ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন, তাকেও বড় ভরসা মনে করা হচ্ছে। পাশাপাশি আলোচনায় আছেন সাগির খান। ঘরের মাঠে ট্রাই-সিরিজে তিনি ৯.
এশিয়া কাপের মূল মঞ্চে ইউএই বরাবরের মতোই আন্ডারডগ, তবে ওয়াসিমের নেতৃত্বে চমক দেওয়ার ক্ষমতা যে তাদের আছে, সেটাই প্রমাণ করতে নামবে তারা।
এশিয়া কাপে আরব আমিরাতের স্কোয়াড:
মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি’সুজা, হায়দার আলী, হর্ষিত কৌশিক, জুনায়েদ সিদ্দিকি, মতিউল্লাহ খান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাওয়াদুল্লাহ, মোহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া (উইকেটকিপার), রোহিদ খান, সিমরনজিৎ সিংহ ও সাগির খান।
গ্রুপ পর্বের সূচি:
এশিয়া কাপে ‘গ্রুপ-এ’ তে পড়েছে ইউএই। তাদের প্রতিপক্ষ ভারত, ওমান ও পাকিস্তান। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে ভারতের, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এরপর আবুধাবিতে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ওমান। আর গ্রুপ পর্বের শেষ লড়াই হবে ১৭ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে, দুবাইয়ে।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ উইক ট
এছাড়াও পড়ুন:
ই-জেনারেশনের ২.২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২.২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.২২ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন:
৭ কোটি টাকা সংগ্রহে লিও আইসিটি ক্যাবলসের কিউআইও’র আবেদন
বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবির প্রতিনিধিদলের সাক্ষাৎ
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৪৪ টাকা।
এদিকে, আলোচ্য বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১.২০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২.৮০ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৩৮ টাকা। এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/এসবি