‘ভুয়া পুলিশ’ বলে সিআইডি টিমের ওপর হামলা
Published: 4th, September 2025 GMT
মাদকবিরোধী অভিযানে গিয়ে সংঘবদ্ধ চক্রের সদস্যদের হামলার শিকার হয়েছে সিআইডি যশোর জোনের একটি দল। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার রাজারহাট বাজারে এ ঘটনা ঘটে।
হামলায় দুই এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্য, কনস্টেবল শহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। এ সময় হামলাকারীরা সিআইডির হাতে আটক এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়।
আরো পড়ুন:
মামুনের খুলি ফ্রিজে, মাথায় লেখা ‘হাড় নেই, চাপ দিবেন না’
গণঅধিকারের মিছিল থেকে খুলনায় জাপা কার্যালয়ে হামলা
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি পুলিশের একটি দল রাজারহাট গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি তুষারকে আটক করে। তুষার ডাক-চিৎকার করলে তার সহযোগীরা সিআইডি সদস্যদের ‘ভুয়া পুলিশ’ বলে ঘিরে ধরে। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে তুষারকে ছিনিয়ে নেয়। হামলায় কনস্টেবল শহিদুলের মাথায় গুরুতর আঘাত লেগেছে।
যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, ‘‘হামলার খবর পেয়ে যশোর সিআইডি পুলিশ সুপার সিদ্দিকা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সিআইডি পুলিশের পক্ষ থেকে যশোর কোতয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।’’
ঢাকা/প্রিয়ব্রত/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত