পাউবো’র প্রধান শিক্ষক রহমত উল্লাহর অবসরোত্তর বিদায় সংবর্ধনা
Published: 4th, September 2025 GMT
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মো. রহমত উল্লাহ খান অবসর গ্রহণ করেছেন। বৃহস্পতিবার আটিগ্রাম ওয়াবদা কলোনিতে বিদ্যালয় প্রাঙ্গনে তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে আবেগ ঘন প্রাণ উচ্ছ্বাসে হৃদয় নিংড়ানো ভালোবাসায় আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার স্বপ্নদ্রষ্টা প্রধান শিক্ষক রহমত উল্লাহ খানকে বিদায় জানানো হয়।
এ সময় রহমত উল্লাহ খান বলেন, এই এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাহিউদ্দিন মাঈন সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী আব্দুল আউয়াল সাহেব অত্র বিদ্যালয়ের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন।
বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো.
এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী এ মহান শিক্ষা গুরু কে ক্রেস্ট প্রদান করা হয় এবং অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল বিদায়ী এই শিক্ষককে এক লাখ টাকার চেক উপহার দিয়ে তার আগামী দিনের সুন্দর জীবন কামনা করেন।
পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. সায়েম হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, দাতা ও সভাপতি, পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়।
বিশেষ অতিথি ছিলেন মোঃ হারুনুর অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সাবেক অভিভাবক সদস্য, পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, মো. সেলিম মোল্লা, ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও অভিভাবক সদস্য, পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, হাজী মোহাম্মদ আলী আকবর ও বিশিষ্ট সমাজসেবক ও অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- অভিভাবক সদস্য বিল্লাল হোসেন, দেলোয়ার হোসেন দেলুসহ আরও অনেকে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
৩০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন মুজিবুর রহমান
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে জন্ম। সেই গ্রামেরই শিশুদের হাতে ধরে ছড়িয়েছেন শিক্ষার আলো। দীর্ঘ তিন দশকের শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলেন বরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মুজিবুর রহমান (৫৯)।
শনিবার (১ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম। এ সময় সাবেক সভাপতি, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী প্রধান শিক্ষক মুজিবুর রহমানের নিষ্ঠা, সততা ও মানবিক অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। পরে সুসজ্জিত গাড়িতে তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে দেওয়া হয় সম্মানজনক বিদায়।
মুজিবুর রহমান তার প্রাথমিক শিক্ষা বরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েই শুরু করেন। ১৯৮৯ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে সম্মানসহ স্নাতক ডিগ্রি এবং ১৯৯০ সালে একই বিষয়ে এমএসসি সম্পন্ন করেন। উচ্চ শিক্ষা শেষে তিনি সরকারি একাধিক চাকরির সুযোগ পেলেও তা গ্রহণ করেননি। কারণ, তার বাবার ইচ্ছা ছিল—শিক্ষক হয়েই জীবন শুরু এবং শেষ করতে হবে। বাবার সেই কথাকে আজীবন লালন করেছেন তিনি।
১৯৯৫ সালের ১২ জুন পুনসহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মুজিবুর রহমান। এরপর দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর শিক্ষকতা শেষে ২০০৪ সালের ২৭ এপ্রিল নিজ গ্রাম বরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। টানা ২২ বছর দায়িত্ব পালন শেষে সেখান থেকেই অবসরে গেলেন।
বিদায়ী শিক্ষক মুজিবুর রহমান বলেন, “আমি শিক্ষকতা পেশাকে কখনো চাকরি মনে করিনি। এটা ছিল আমার জীবনের ভালোবাসা ও দায়িত্ব। আজ বিদায় নিচ্ছি, কিন্তু হৃদয়ে এই বিদ্যালয় চিরদিন অমলিন থাকবে।”
ঢাকা/রফিক/রাজীব