ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর প্রতি হতাশ ট্রাম্প
Published: 4th, September 2025 GMT
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার সময় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর প্রতি হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের অবসানের জন্য শান্তি চুক্তির ক্ষেত্রে কিয়েভের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করার জন্য প্যারিসে ইউক্রেনের মিত্ররা বৈঠক করেছেন।
আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি জেলেনস্কির সাথে আলাদাভাবে দেখা করেছেন। পরে ট্রাম্পের সাথে ইউরোপীয় নেতাদের ফোনালাপ ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়েছিল।
জেলেনস্কি শীর্ষ সম্মেলনের পরে প্যারিসে সাংবাদিকদের বলেন, “রাশিয়ার তেল ইউরোপ কিনে নিচ্ছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই অসন্তুষ্ট। অন্যদের মধ্যে, দুটি দেশ রয়েছে, আমরা জানি, এগুলো হল হাঙ্গেরি ও স্লোভাকিয়া।”
ইউরোপীয় ইউনিয়ন ২০২২ সালে ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়া থেকে বেশিরভাগ তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে স্থলবেষ্টিত মধ্য ইউরোপীয় দেশগুলোকে বিকল্প তেল সরবরাহ খুঁজে বের করার সময় দেওয়ার জন্য স্লোভাকিয়া ও হাঙ্গেরিকে আমদানির জন্য ছাড় দেওয়া হয়েছিল।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউর প য ইউক র ন র জন য
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত