সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে ফরিদপুরে ২ মহাসড়ক অবরোধ
Published: 5th, September 2025 GMT
ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার নির্বাচন কমিশনের (ইসি) সিন্ধান্তের প্রতিবাদে দুই মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে সড়ক দুইটিতে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকরা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফরিদপুর-বরিশাল ও ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে শুরু করেন তারা। সকাল সাড়ে ১১টায়ে এই প্রতিবেদন লেখার সময় আন্দোলন চলছিল।
আরো পড়ুন:
মোটরসাইকেলের ধাওয়ায় প্রাইভেটকারে প্রাণ হারালেন ডা.
গাজীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি
স্থানীয়দের দাবি, ইসির সিদ্ধান্ত অযৌক্তিক এবং তাদের স্বার্থের পরিপন্থি। তারা অবিলম্বে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে আনার আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, বিক্ষুব্ধ জনতা মহাসড়কের পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। প্রায় তিন ঘণ্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।”
ঢাকা/তামিম/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন অবর ধ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।