বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে মুম্বাই পুলিশ। ফলে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না এই যুগল। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।  

এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত আগস্টে তারকা দম্পতি শিল্পা-রাজের বিরুদ্ধে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি। রাজ-শিল্পার বন্ধ হয়ে যাওয়া ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন দীপক। তার অভিযোগ— সেই অর্থ আত্মসাৎ করেছেন শিল্পা-রাজ। এ মামলার কারণে রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে মুম্বাই পুলিশ। 

আরো পড়ুন:

ভুল মানুষ বেছে নিলে জীবনে দুঃখ অনিবার্য: আমির খান

আশা-লতা মঙ্গেশকরের বিরুদ্ধে মোহাম্মদ রফি পুত্রের গুরুতর অভিযোগ

ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ) সূত্রে জানা যায়, পুলিশ এখন শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার ভ্রমণ লগ পরীক্ষা করছে। এছাড়াও কোম্পানির অডিটরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। 

দীপক কোঠারির অভিযোগ, ২০১৫-২০২৩ সালের মধ্যে শিল্পা-রাজ ব্যবসা সম্প্রসারণের জন্য তার কাছ থেকে ৬০ কোটি রুপি নিয়েছিলেন। কিন্তু সেই অর্থ তারা ব্যক্তিগত কাজে খরচ করেন। প্রথমে তারা এই অর্থ ঋণ হিসেবে নিলেও পরে কর বাঁচানোর অজুহাতে তা বিনিয়োগ বলে দেখান। 

খানিকটা ব্যাখ্যা করে দীপক কোঠারি জানান, তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ শতাংশ বার্ষিক সুদে অর্থ ফেরত দেওয়া হবে। এমনকি, ২০১৬ সালের এপ্রিল মাসে শিল্পা শেঠি তার নামে একটি ব্যক্তিগত গ্যারান্টি ও লিখিত দিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই প্রতিষ্ঠানটির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন এই অভিনেত্রী। 

দীপক কোঠারির এসব অভিযোগ অস্বীকার করেছেন শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন তারা। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ