ধামরাইয়ে নিত্য পণ্যের বাজার স্থিতিশীল, দামে অসন্তোষ ক্রেতা
Published: 7th, September 2025 GMT
ঢাকার ধামরাইয়ের কাঁচা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে। কোনো কোনো সবজির দাম কিছু্টা হেরফের হলেও মশলা ও চালের বাজারে দাম গত সপ্তাহের মতো একই রয়েছে। যদিও দাম নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন ক্রেতারা।
বিক্রেতারা বলছেন, কয়েক সপ্তাহ আগে নিত্যপণ্যের দাম যে বৃদ্ধি পেয়েছিল, তারপর সেই বাড়তি দামই রয়েছে। এজন্য সরবরাহ আরো বৃদ্ধির ওপর জোর দিয়েছেন তারা।
ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতারা, হাতকোড়া, বারবাড়িয়া, কাওয়ালীপাড়া, বাথুলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়।
বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ২৯ জাতের চালের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে, আর পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে, খোলা আটা ৪৫ টাকা প্রতি কেজি আর প্যাকেটের আটা ৫৫ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও একই দাম ছিল।
সবজির বাজারে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়, পেয়াজ প্রতি কেজি ৭৫ টাকা, গত সপ্তাহে ছিল ৮০ টাকা কেজি, কাঁচা মরিচ ২২০ টাকা কেজি, গত সপ্তাহে ছিল ১৬০ টাকা কেজি, শিম ১৬০ টাকা প্রতি কেজি, গত সপ্তাহে ছিল ২০০ টাকা প্রতি কেজি, করলার দাম গত সপ্তাহের তুলনায় কমে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০ টাকা দরে, টমেটো ১১০-১৩০ টাকা প্রতি কেজি, গত সপ্তাহে একই দামে বিক্রি হয়েছে এই সবজি।
এদিকে মশলার বাজারে রসুন ১৫০ টাকা কেজি, আদা- ১৫০ থেকে ১৬০ টাকা প্রতি কেজি, এলাচ ৫৫০০ টাকা প্রতি কেজি, দারুচিনি ৫৫০ টাকা প্রতি কেজি, লং ১৫০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও এসব সবজি একই দামে বিক্রি হয়েছে।
এছাড়া মাছ-মাংসের বাজারেও গত সপ্তাহের তুলনায় দাম স্থিতিশীল রয়েছে বলে জানায় বিক্রেতারা।
দাম স্থিতিশীল থাকলেও একে অসহনশীল বলে অভিযোগ করেন ভোক্তারা। দাম কমাতে প্রশাসনের উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তারা।
ঢাকা/সাব্বির/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন