ফিলিস্তিনি সমর্থক গোষ্ঠী প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে বিক্ষোভ করায় প্রায় ৯০০ জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। রবিবার পুলিশ এ তথ্য জানিয়েছে।

জুলাই মাসে ব্রিটেন সন্ত্রাসবিরোধী আইনের অধীনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করে। এর আগে গোষ্ঠীটির কিছু সদস্য রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে প্রবেশ করে এবং সামরিক বিমানের ক্ষতি করে। এর পর ব্রিটেনে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত প্রতিরক্ষা সংস্থাগুলোতে ভাঙচুরের  ঘটনা ঘটে। 

লন্ডন পুলিশ জানিয়েছে, শনিবার মধ্য লন্ডনে পার্লামেন্টের কাছে বিক্ষোভের পর ৮৯০ জনকে আটক করা হয়েছে, যা এখন পর্যন্ত এই ধরণের কোনো বিক্ষোভ থেকে সর্বোচ্চ সংখ্যক আটক। এদের মধ্যে নিষিদ্ধ গোষ্ঠীর প্রতি সমর্থন দেখানোর জন্য ৮৫৭ জনকে আটক করা হয়েছে এবং  বিক্ষোভ সহিংস হয়ে উঠলে ১৭ জনকে কর্মকর্তাদের উপর হামলার জন্য গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভকারীদের অনেকের বয়স ৬০ বছরের বেশি। 

ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্লেয়ার স্মার্ট বলেছেন, “অভিযানের সময় আমরা যে সহিংসতার মুখোমুখি হয়েছিলাম তা একদল লোকের মাধ্যমে সমন্বিত এবং পরিচালিত হয়েছিল .

.. যতটা সম্ভব বিশৃঙ্খলা তৈরি করার উদ্দেশ্যে।”

ডিফেন্ড আওয়ার জুরিজ নামে একটি দল বিক্ষোভের আয়োজন করেছিল। তারা বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে পুরোহিত, প্রবীণ এবং স্বাস্থ্যসেবা কর্মী ছিলেন এবং তাদের মধ্যে অনেক বয়স্ক এবং কিছু প্রতিবন্ধীও ছিলেন।

আয়োজকদের একজন মুখপাত্র বলেছেন, “নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই গণ-অবমাননা অব্যাহত থাকবে।”

প্যালেস্টাইন অ্যাকশনের নিষেধাজ্ঞায় এই দলটিকে আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত করা হয়েছে। যার ফলে এই সংগঠনকে সমর্থন করা বা তাদের সাথে থাকা অপরাধ হিসেবে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

মানবাধিকার গোষ্ঠীগুলো এই নিষেধাজ্ঞাকে অসঙ্গতিপূর্ণ বলে সমালোচনা করেছে এবং বলেছে যে এটি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করে।

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ