৯০০ জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ
Published: 7th, September 2025 GMT
ফিলিস্তিনি সমর্থক গোষ্ঠী প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে বিক্ষোভ করায় প্রায় ৯০০ জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। রবিবার পুলিশ এ তথ্য জানিয়েছে।
জুলাই মাসে ব্রিটেন সন্ত্রাসবিরোধী আইনের অধীনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করে। এর আগে গোষ্ঠীটির কিছু সদস্য রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে প্রবেশ করে এবং সামরিক বিমানের ক্ষতি করে। এর পর ব্রিটেনে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত প্রতিরক্ষা সংস্থাগুলোতে ভাঙচুরের ঘটনা ঘটে।
লন্ডন পুলিশ জানিয়েছে, শনিবার মধ্য লন্ডনে পার্লামেন্টের কাছে বিক্ষোভের পর ৮৯০ জনকে আটক করা হয়েছে, যা এখন পর্যন্ত এই ধরণের কোনো বিক্ষোভ থেকে সর্বোচ্চ সংখ্যক আটক। এদের মধ্যে নিষিদ্ধ গোষ্ঠীর প্রতি সমর্থন দেখানোর জন্য ৮৫৭ জনকে আটক করা হয়েছে এবং বিক্ষোভ সহিংস হয়ে উঠলে ১৭ জনকে কর্মকর্তাদের উপর হামলার জন্য গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভকারীদের অনেকের বয়স ৬০ বছরের বেশি।
ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্লেয়ার স্মার্ট বলেছেন, “অভিযানের সময় আমরা যে সহিংসতার মুখোমুখি হয়েছিলাম তা একদল লোকের মাধ্যমে সমন্বিত এবং পরিচালিত হয়েছিল .
ডিফেন্ড আওয়ার জুরিজ নামে একটি দল বিক্ষোভের আয়োজন করেছিল। তারা বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে পুরোহিত, প্রবীণ এবং স্বাস্থ্যসেবা কর্মী ছিলেন এবং তাদের মধ্যে অনেক বয়স্ক এবং কিছু প্রতিবন্ধীও ছিলেন।
আয়োজকদের একজন মুখপাত্র বলেছেন, “নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই গণ-অবমাননা অব্যাহত থাকবে।”
প্যালেস্টাইন অ্যাকশনের নিষেধাজ্ঞায় এই দলটিকে আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত করা হয়েছে। যার ফলে এই সংগঠনকে সমর্থন করা বা তাদের সাথে থাকা অপরাধ হিসেবে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
মানবাধিকার গোষ্ঠীগুলো এই নিষেধাজ্ঞাকে অসঙ্গতিপূর্ণ বলে সমালোচনা করেছে এবং বলেছে যে এটি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করে।
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন