মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরপাড়ে পানির নিচে তলিয়ে শত শত হেক্টর জমি। ধান রোপণের মৌসুম পেরিয়ে গেলেও জলাবদ্ধতার কারণে কৃষকেরা মাঠে নামতে পারছেন না। এতে নষ্ট হচ্ছে চারা, দুশ্চিন্তায় দিন কাটছে হাওরপারের হাজারো কৃষকের।

স্থানীয় কৃষকদের অভিযোগ পানি সেচ দেওয়ার ব্যবস্থা থাকলেও পানি উন্নয়ন বোর্ড পানি সেচ দিচ্ছে না। যে কারণে চাষের সময় পার হলেও আমরা চাষ করতে পারছি না।

কৃষি বিভাগ বলছে, বন্যার ব্যাপকতা কমে যাওয়ায় বিগত কয়েক বছর ধরে হাওরের ওপরের দিকে আমন চাষ হয়ে আসছে। তবে আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে এর কোন নেতিবাচক প্রভাব পড়বে না। অতিরিক্ত আমন আবাদ কৃষকের জন্য লাভজনক। গভীর হাওরে পানির লেভেল ৭ থেকে সাড়ে ৭ মিটার পর্যন্ত থাকলে ৮০০ হেক্টর জমিতে আমন আবাদ সম্ভব হতো। 
পানি উন্নয়ন বোর্ড কর্তপক্ষ জানিয়েছে, হাওরের জীববৈচিত্র  ও মৎস সম্পদ রক্ষার জন্য গভীর হাওরে কমপক্ষে ১২ মিটার পানি জমাট থাকার প্রয়োজন। চলতি মৌসুমের শ্রাবণ ও ভাদ্র মাসে অতিবৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

ভুক্তভোগি কৃষকরা জানান, মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় অবস্থিত আমন উৎপাদনের অন্যতম উৎস কাউয়াদিঘি হাওর। চলতি মৌসুমে নিম্নাঞ্চল থেকে পানি মানছে ধীরে। এতে ৮০০ হেক্টর জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ধান লাগানোর সঠিক সময়ও পার হয়ে যাচ্ছে। কৃষকের লাগানো হালিচারা নষ্ট হচ্ছে। এ নিয়ে বিপাকে পড়েছেন হাওর পারের কৃষকরা। 

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কানিকিয়ারি গ্রামের মনফর মিয়া রাইজিংবিডিকে বলেন, “বন্যার দাপট কমে যাওয়ায় বিগত তিন বছর ধরে হাওরের ওপরের অংশে আমরা আমন চাষ করে আসছি। আমার ১৫ বিঘা জমি পানির নিচে রয়েছে। একদিকে চাষের সময় চলে যাচ্ছে। আবার নষ্ট হচ্ছে হালি চারা। আমরা খেতের আয়োজন করে বিপাকে পড়েছি।” 

রাজনগর উপজেলার পাঁচগাও ইউনয়নের পশ্চিমভাগ গ্রামের প্রান্তিক চাষী আব্দুল আহাদ বলেন, “আমার ৩ বিঘা জমিতে এখনো হাঁটু সমান পানি। চারা লাগানোর সময় চলে যাচ্ছে। পানি না নামলে চলতি মৌসুমে জমি পতিত থাকবে। বোরো ধানের পাশাপাশি আমন চাষ হলে আমরা স্বল্প আয়ের মানুষ ভালোভাবে দিন পার করতে পারতাম। এবারের দীর্ঘ জলাবদ্ধতায় আমাদের মুখের হাসি কেড়ে নিল।

সদর উপজেলার দিশালোক গ্রামের জয়নাল মিয়া বলেন, “হাওর পারের মানুষের চাষযোগ্য একমাত্র ফসল বোরো। খালবিল দখলে নদী-নালায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। পানি প্রবাহের স্বাভাবিক গতি বদলে গেছে। এতে ভরাট হয়ে গেছে হাওরের নিম্নাঞ্চল। তাই বোরোর পাশাপাশি আমন চাষের সুযোগ সৃষ্টি হয়। আর এই সুযোগ কাজে লাগিয়ে বছর কয়েক ধরে শুরু হয় আমন চাষ। কিন্তু চলতি বছর মৌসুমের শেষ সময়ের বৃষ্টিপাত আমন চাষের জন্য প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করেছে।”

স্থানীয় কৃষক ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের রাজনগর ও সদর উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে ২২ হাজার ৫৮০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত হাওর কাউয়াদিঘি। পাশাপাশি রয়েছে ৪৮টি ছোট বড় বিল। বোরো চাষের পাশাপাশি দেশী প্রজাতির মাছের জন্য প্রসিদ্ধ ছিল এই হাওর। এদিকে অকাল বৃষ্টি আর আকস্মিক বন্যার হাত থেকে ফসল নিরাপদে তোলার লক্ষে ১৯৭৫-৭৬ অর্থ বছরে বাংলাদেশ ও কুয়েত সরকারের যৌথ অর্থায়নে মনু প্রকল্পের আওতায় নেওয়া হয় হাওর কাউয়াদিঘি। ১৯৮২-৮৩ সালের অর্থবছরে শত কোটি টাকা ব্যয়ে স্থানীয় কাশিমপুরে অত্যাধুনিক ৮টি পাম্পের সমন্বয়ে নির্মাণ করা হয় পাম্প হাউস। পাম্পের সাহয্য বোরো ধান কাটার সময় অতিরিক্ত জমে যাওয়া পানি সেচ দিয়ে কুশিয়ারা নদীতে ফেলে দেওয়া হয়। এসময় কৃষকরা নিরাপদে বোরো ফসল ঘরে তোলতে পারেন। 

অপরদিকে, মনু নদীতে আরেকটি প্রকল্প মনু ব্যরেজ বা সুইচগেইট স্থাপন করা হয়। এর সাথে খাল খনন করে মনুর পানি জমা করে শুকনা মৌসুমে কৃষি জমিতে বোরো চাষ শুরু হয়।

কৃষকরা জানান, মৌলভীবাজার সদর উপজেলার বড়বাড়ি, দিশালোক, বিরইমাবাদ, জুমাপুর, জগৎপুর, বানিশ্রী, রাজনগর উপজেলার পাচঁগাও ইউনিয়নের রক্তা আমিরপুর, অন্তেহরি.

কান্দিগাও, বেতাহঞ্জা,বাগেরবাড়ি, পশ্চিমভাগ,কানিকিয়ারি, শাহবাজপুর এলকার হাজার হেক্টর জমিতে আমন আবাদ না হওয়ার আশঙ্কা রয়েছে। 
রাজনগর উপজেলা কৃষিকর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, “জলাবদ্ধতার কারনে হাওর কাউয়াদিঘিতে আমাদের আমন চাষের  লক্ষ্যমাত্রার বাইরে প্রায় ২৩০ হেক্টর জমিতে আমন চাষ হবে না।”

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. জালালউদ্দিন বলেন, “হাওরে বোরো ফসল উৎপাদন বেশি হয়ে থাকে। সম্প্রতি বোরোর পাশাপাশি হাওর প্রকৃতির পরিবর্তনে ৮০০ থেকে ১০০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়ে আসছে। চলতি মৌসুমে জলাবদ্ধতার কারণে এর ব্যত্যয় ঘটার শঙ্কা রয়েছে।”

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, “কাউয়াদিঘি হাওরের প্রাণ প্রকৃতি জীববৈচিত্র জলজ উদ্ভিদ রক্ষার জন্য গভীর হাওরে কম পক্ষে ১২ মিটার পানি থাকার প্রয়োজন। আমরা এই লেভেলের নিচে আসতে পারবো না।  চলতি মৌসুমে শ্রাবণ ও ভাদ্র মাসে রের্কড পরিমাণ বৃষ্টি হওয়ায় হাওরের ওপরের দিকে জলাবদ্ধতা রয়েছে। নিয়মিত পানি সেচ দেওয়া হচ্ছে।”

ঢাকা/আব্দুল আজিজ/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জনগর উপজ ল উপজ ল র আমন চ ষ র জন য হ ওর র র সময় ক ষকর

এছাড়াও পড়ুন:

হাওরে মুগ্ধতা ছড়াচ্ছে সাদা শাপলা

হাওরের বুক চিরে চলে গেছে পিচঢালা আঁকাবাঁকা রাস্তা। দুই ধারে থৈ থৈ স্বচ্ছ পানি। তাতে মুগ্ধতা ছড়াচ্ছে সবুজ গোল পাতার ওপর নয়নাভিরাম সাদা শাপলা। 

প্রকৃতিতে শরৎ এসেছে। তবে, হাওরে এখনো বর্ষার আমেজ। অব্যাহত বৃষ্টিপাতের কারণে এখনো পানিতে টইটুম্বুর হাওর। পথে যেতে যেতে দেখা মেলে শিল্পীর আঁকা ছবির মতো দৃশ্য। 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর-বালাগঞ্জ সড়কের পাশে কাউয়াদিঘি হাওরে পানির কমতি নেই। পানির ওপরে সৌন্দর্য ছড়াচ্ছে সাদা শাপলা। স্বচ্ছ জলে ভাসছে হংস-মিথুন। এ যেন অপরূপ ছবির ক্যানভাস, রূপসী বাংলার শাশ্বত চিত্র।  

এমন দৃশ্য দেখে হয়ত কেউ মনের অজান্তেই গুনগুনিয়ে  গাইছেন, ‘যখন তোর ঐ গায়ের ধারে/ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে/ হংস-মিথুন ভেসে বেড়ায়/শাপলা ফোটা টলটলে ঐ পুকুরে’।  

স্থানীয়রা জানিয়েছেন, কাউয়াদিঘি হাওরের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। বিশেষ করে, সাদা শাপলা সবার মন কাড়ে। দূর-দূরান্ত মানুষ ছুটে আসেন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে।

সম্প্রতি হাওরপাড়ে দেখা হয় বেড়াতে আসা ফাহিম ও সুমন নামের দুই কিশোরের সঙ্গে। তারা বলে, অবসর পেলে একটু প্রশান্তির জন্য কাউয়াদিঘি হাওরপাড়ে আসি। প্রকৃতির রূপ দেখে মন ভরে যায়। 

হাওর পাড়ের বাসিন্দা বেতাহুঞ্জা মৌজার গেদন মিয়া বলেন, এবার দেরিতে বৃষ্টি হওয়ায় শরৎকালেও বর্ষার ভাব আছে। হাওরের পেট ভরে আছে বর্ষার জলে। এখনো সাদা শাপলা (স্থানীয় নাম ভেট বা হালুক ) ভালোভাবে ফোটেনি। ভালোভাবে ফুটলে আরো সুন্দর লাগবে। 

হাওরের ভুরভুরি বিলের ধারে গেলে দেখা হয় প্রকৃতিপ্রেমী আবু বকরের সঙ্গে। তিনি বলেন, সাদা শাপলা হাওরের শোভা বাড়িয়েছে। স্বচ্ছ জলের মাঝে হংস-মিথুন ভেসে বেড়াচ্ছে। এ যেন কোনো শিল্পীর রঙ-তুলির আঁচড়। সাদা শাপলার জৌলুস প্রকৃতিকে আরো মনোহর করে তোলে। 

কৃষি সম্প্রসারণ অভিদপ্তরের রাজনগর উপজেলা কার্যালয়ের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লা আল আমিন বলেন, শাপলা সপুষ্পক পরিবারের জলজ উদ্ভিদ। সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। এই ফুল আমাদের দেশের হাওর, বিল ও দিঘিতে বেশি ফোটে। 

ঢাকা/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • হাওরে মুগ্ধতা ছড়াচ্ছে সাদা শাপলা