মেঘফাটা বা মেঘভাঙা বৃষ্টিতে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানে ৪০০-এর বেশি মানুষ মারা গেছেন। প্রশ্ন হচ্ছে, মেঘফাটা বৃষ্টি আসলে কী?— বিশেষজ্ঞরা বলেন, ‘‘যখন কোনো নির্দিষ্ট এলাকায় অল্প সময় ধরে প্রবল বৃষ্টি হয় তাকে মেঘফাটা বৃষ্টি বলে। যার ফলে আকষ্মিক বন্যা, ভূমিধ্বস হতে পারে।’’
মেঘভাঙা বৃষ্টি শুরু হয় যেভাবে
বজ্রঝড় প্রচুর আদ্র বাতাসকে ওপরের দিকে ঠেলে দেয়। যার ফলে জলকণার বিশাল ঘন মেঘ তৈরি হয়। কিন্তু চাপের কারণে বৃষ্টি হয়ে পড়তে পারে না। যখন মেঘ আর জল ধরে রাখতে পারে না তা ফেটে যায় এবং সব জল একসঙ্গে নেমে আসে।
আরো পড়ুন:
ভারতের পাঞ্জাবে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৩০
সুস্পষ্ট লঘুচাপ দুর্বল হলেও সক্রিয় মৌসুমি বায়ু, ঝরতে পারে বৃষ্টি
কোথায়-কোথায় মেঘভাঙা বৃষ্টি বেশি হয়
ভারতীয় হিমালয়ের মতো পাহাড়ি এলাকায় মেঘভাঙা বৃষ্টি বেশি হয়। কারণ পাহাড়ের ঢাল আদ্র বাতাসকে ওপরের দিকে ঠেলতে সাহায্য করে। এবং মেঘও আটকে দেয়।
জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানের মতো কিছু অঞ্চলে ভেজা মৌসুমী বায়ু বছরের পর বছর ধরে আরও ভারী হয়ে যায়। ফলে মেঘভাঙা বৃষ্টি, আকষ্মিক বন্যার ঝুঁকি বাড়ে।
সূত্র: ডয়চে ভেলে
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।