নেপালে তরুণ প্রজন্মের নেতৃত্বে চলমান বিক্ষোভে সরকারি দমন-পীড়নের প্রতিবাদে এবার পদত্যাগ করেছেন দেশটির পানি সরবরাহ মন্ত্রী প্রদীপ যাদব। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বিবিসি।

সংবাদমাধ্যমটি জানায়, পদত্যাগপত্রে সরকার কর্তৃক পরিচালিত দমন-পীড়নের বিরোধিতায় আন্দোলনকারী জেন জি’র তরুণ-যুবকদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন প্রদীপ যাদব।

যাদব লিখেছেন, “প্রিয় তরুণ ভাই ও বোনেরা, তোমরাই আমার প্রথম সঙ্গী এবং আমার শক্তির উৎস। আমি সকলের কাছে শান্ত থাকার, যুবকদের সঠিক পথে পরিচালিত করার এবং সমর্থন করার জন্য আবেদন করছি।”

সোমবার বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে তিনি তৃতীয় মন্ত্রী যিনি তার পদ থেকে পদত্যাগ করলেন। এর আগে পদত্যাগ করেন কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

এদিকে, নেপালের কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা জেন জি’র বিক্ষোভের সময় ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে দায়িত্ব নিতে এবং তার পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। থাপা বলেন, নিরপরাধ যুবকদের অকারণে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীকে এই দমন-পীড়নের দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন জ্যেষ্ঠ মন্ত্রীর পদত্যাগে তীব্র চাপের মুখে পড়েছে প্রধানমন্ত্রী ওলির জোট সরকার।

সোমবার (৮ সেপ্টেম্বর) নেপালে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানী কাঠমান্ডু সহ অনেক শহরে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানায়। তবে আন্দোলন ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে, যার ফলে কমপক্ষে ১৯ জন প্রাণ হারান এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হন।

পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করলে, সোমবার গভীর রাতে নেপাল সরকার সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে তরুণ প্রজন্মের বিক্ষোভকারীদের ক্ষোভ এখনও কমেনি। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুসারে, আজ মঙ্গলবারও নিউ বানেশ্বর এবং কাঠমান্ডুর কিছু এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হচ্ছেন। নেপাল সরকার কাঠমান্ডু সহ ৩টি জেলায় কারফিউ জারি করেছে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মন ত র সরক র

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ