নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভের পর আরো এক মন্ত্রীর পদত্যাগ
Published: 9th, September 2025 GMT
নেপালে তরুণ প্রজন্মের নেতৃত্বে চলমান বিক্ষোভে সরকারি দমন-পীড়নের প্রতিবাদে এবার পদত্যাগ করেছেন দেশটির পানি সরবরাহ মন্ত্রী প্রদীপ যাদব। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বিবিসি।
সংবাদমাধ্যমটি জানায়, পদত্যাগপত্রে সরকার কর্তৃক পরিচালিত দমন-পীড়নের বিরোধিতায় আন্দোলনকারী জেন জি’র তরুণ-যুবকদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন প্রদীপ যাদব।
যাদব লিখেছেন, “প্রিয় তরুণ ভাই ও বোনেরা, তোমরাই আমার প্রথম সঙ্গী এবং আমার শক্তির উৎস। আমি সকলের কাছে শান্ত থাকার, যুবকদের সঠিক পথে পরিচালিত করার এবং সমর্থন করার জন্য আবেদন করছি।”
সোমবার বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে তিনি তৃতীয় মন্ত্রী যিনি তার পদ থেকে পদত্যাগ করলেন। এর আগে পদত্যাগ করেন কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
এদিকে, নেপালের কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা জেন জি’র বিক্ষোভের সময় ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে দায়িত্ব নিতে এবং তার পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। থাপা বলেন, নিরপরাধ যুবকদের অকারণে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীকে এই দমন-পীড়নের দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে।
এ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন জ্যেষ্ঠ মন্ত্রীর পদত্যাগে তীব্র চাপের মুখে পড়েছে প্রধানমন্ত্রী ওলির জোট সরকার।
সোমবার (৮ সেপ্টেম্বর) নেপালে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানী কাঠমান্ডু সহ অনেক শহরে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানায়। তবে আন্দোলন ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে, যার ফলে কমপক্ষে ১৯ জন প্রাণ হারান এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হন।
পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করলে, সোমবার গভীর রাতে নেপাল সরকার সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে তরুণ প্রজন্মের বিক্ষোভকারীদের ক্ষোভ এখনও কমেনি। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুসারে, আজ মঙ্গলবারও নিউ বানেশ্বর এবং কাঠমান্ডুর কিছু এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হচ্ছেন। নেপাল সরকার কাঠমান্ডু সহ ৩টি জেলায় কারফিউ জারি করেছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মন ত র সরক র
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত