Risingbd:
2025-09-17@21:09:25 GMT

খাগড়াছড়িতে আধাবেলা অবরোধের ডাক

Published: 10th, September 2025 GMT

খাগড়াছড়িতে আধাবেলা অবরোধের ডাক

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত (মূল) দুইটি পাহাড়ি সংগঠন বুধবার (১০ সেপ্টেম্বর) খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা ও খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে আধাবেলা অবরোধের ডাক দিয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক স্বপন চাকমা গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

ফরিদপুরে মহাসড়ক অবরোধ: ফুটবল খেলায় মাতলো আন্দোলনকারীরা

সড়ক অবরোধ: ফরিদপুরের সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

বিবৃতিতে স্বাক্ষর করেন, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি মিঠুন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, খাগড়াছড়ির মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলা পাড়ায় পাহাড়ি গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের অভিযোগ করে ঘটনার প্রতিবাদে এবং জড়িত ছয়জন সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবিতে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচি সফল করতে জেলার সব যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানানো হলো।

বিষয়টি নিশ্চিত করে ইউপিডিএফের (মূল) সংগঠক অংগ্য মারমা বলেন, “ইউপিডিএফ নয়, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন অবরোধের ডাক দিয়েছে। অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, জরুরি সেবার গাড়ি, সংবাদপত্র বহনকারী যানবাহন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।”

গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় ছয়জন সন্ত্রাসী তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করার অভিযোগ করা হয়। পরে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করে। ওইদিনের ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে সংগঠন দুইটি।

ঢাকা/রূপায়ন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ অবর ধ

এছাড়াও পড়ুন:

রাজস্ব ফাঁকির অভিযোগে সাবেক অতিরিক্ত সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

এলইডি বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের প্রায় ২৫ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আসামি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালসহ ছয়জনকে।

আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন চাকরিচ্যুত সাবেক উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের মালিক মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের মালিক মো. গাফ্ফার ইলাহী ও জি-টেকের মালিক সুলতানা দিল আফরোজা।

দুদকের মামলায় বলা হয়েছে, আসামিরা যোগসাজশ করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছেন। বিলবোর্ড স্থাপনের অনুমোদন ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে নিয়মকানুন উপেক্ষা করে নির্বাচিত কয়েকটি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়া হয়। এতে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • কুয়েটের গবেষণা: ইজিবাইকে পূর্ণ যাত্রী বহন করলে যানজট কমবে
  • রাজস্ব ফাঁকির অভিযোগে সাবেক অতিরিক্ত সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা