দুর্দান্ত সূচনায় এশিয়া কাপের মঞ্চ কাঁপালো আফগানিস্তান
Published: 10th, September 2025 GMT
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচেই দারুণ জয় তুলে নিলো আফগানিস্তান। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে ‘বি’ গ্রুপের লড়াইয়ে তারা হংকংকে হারিয়েছে বিশাল ৯৪ রানের ব্যবধানে।
প্রথমে ব্যাট করে আফগানরা নির্ধারিত ২০ ওভারে তোলে ৬ উইকেটে ১৮৮ রান। ওপেনার সেদিকুল্লাহ অটল খেলেন এক অবিচল ইনিংস। ৫২ বলে করেন ৭৩ রান। যেখানে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। তার সঙ্গে ব্যাট হাতে ঝড় তোলেন আজমতউল্লাহ ওমরজাই। মাত্র ২১ বলে তার ঝোড়ো ৫৩ রানের ইনিংসে ভরিয়ে দেয় রানতালিকা। অভিজ্ঞ মোহাম্মদ নবী যোগ করেন কার্যকর ৩৩ রান।
আরো পড়ুন:
হংকংকে বড় টার্গেট ছুড়লো আফগানিস্তান
ইতিহাস গড়ে এসএ২০ তে সবচেয়ে দামী ক্রিকেটার ব্রেভিস
জবাবে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তোপে ছিন্নভিন্ন হয়ে যায় হংকংয়ের ব্যাটিং। পাওয়ার প্লে’র ভেতরেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। কেবল বাবর হায়াত কিছুটা প্রতিরোধ গড়লেও ৪৩ বলে ৩৯ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে হংকং থেমে যায় মাত্র ৯৪ রানে।
আফগানিস্তানের হয়ে ফজলহক ফারুকী ও গুলবাদীন নাইব নেন দুটি করে উইকেট। রশিদ খান, নুর আহমেদ ও আজমতউল্লাহ ওমরজাই শিকার করেন একটি করে উইকেট।
এই জয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে টুর্নামেন্ট শুরু করল রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান। পরের ম্যাচে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন উইক ট
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানকে হারিয়ে ‘সুপার ফোর’ স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। মঙ্গলবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ৮ রানে হারিয়েছে আফগানিস্তানকে।
বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৪ রান তোলে। জবাবে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান করে আফগানিস্তান।
আরো পড়ুন:
আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন
রান তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে শুরুতেই চাপের মুখে পড়ে আফগানিস্তান। শূন্যরানে ১ উইকেট ও ১৮ রানে হারায় দ্বিতীয় উইকেট। এরপর রহমানুল্লাহ গুরবাজ, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান চেষ্টা করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
গুরবাজ ২ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৩৫ রান করেন। আজমতউল্লাহ ১ চার ও ৩ ছক্কায় করেন ৩০ রান। রশিদ খান ২ চার ও ১ ছক্কায় করেন ২০। এছাড়া গুলবাদিন ১৬ ও নবী করেন ১৫ রান।
বল হাতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। নাসুম আহমেদ ৪ ওভারে ১ মেডেনসহ ১১ রান নিয়ে নেন ২টি উইকেট। রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রানে নেন আরও ২টি উইকেট। তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন।
ঢাকা/আমিনুল