মিরপুরের উইকেটের পরিবর্তনে বড় সিদ্ধান্ত, সরানো হলো গামিনিকে
Published: 10th, September 2025 GMT
দীর্ঘদিন ধরে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে অবশেষে বড় পদক্ষেপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্লো ও লো উইকেটের কারণে বারবার সমালোচিত হওয়া শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভাকে সরিয়ে দেওয়া হয়েছে মিরপুর থেকে।
২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন গামিনি। প্রায় দেড় দশক ধরে তার হাতেই ছিল মিরপুরের উইকেট তৈরির দায়িত্ব। তবে পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি–টোয়েন্টি সিরিজে মানহীন পিচ বানিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েন তিনি। পাকিস্তানের অধিনায়ক ও কোচ প্রকাশ্যে অভিযোগ তোলেন উইকেটের মান নিয়ে। সেই সমালোচনা এবার সহ্য করতে চায়নি বিসিবি।
আরো পড়ুন:
বিসিবি নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন
ফের আলোচনায় বিসিবি নির্বাচন, গানম্যান চাইলেন সভাপতি
ফলে দীর্ঘ ১৫ বছরের দায়িত্ব শেষে গামিনিকে বদলি করে পাঠানো হয়েছে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। মিরপুরের দায়িত্ব এখন অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত পিচ কিউরেটর টনি হেমিংয়ের হাতে।
সম্প্রতি বিসিবি আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে হেমিংকে। তিনি শুধু মিরপুরের উইকেট নিয়ন্ত্রণই করবেন না, স্থানীয় কিউরেটরদের আধুনিক প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বও পেয়েছেন।
বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই ছিল বিতর্কিত। এবার হেমিংয়ের অধীনে নতুন যুগের সূচনা হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন