মেয়েকে উত্তরসূরি করার সিদ্ধান্ত দৃঢ় করেছেন কিম জং উন
Published: 11th, September 2025 GMT
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার মেয়ে কিম জু এই-কে উত্তরসূরি করার সিদ্ধান্ত দৃঢ় করেছেন বলে ধারণা করা হচ্ছে। চীন সফরে মেয়েকে সঙ্গে রাখার পর বিষয়টি স্পষ্ট হয়েছে বলে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা দেশটির গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার সংসদীয় গোয়েন্দা কমিটির আইনপ্রণেতা লি সিওং-কুয়েন বলেছেন, জু এই-কে উত্তর কোরিয়ার দূতাবাসে থাকতে হয়েছিল এবং বেইজিং সফরের সময় জনসাধারণের নজর এড়িয়ে যেতে হয়েছিল। তবে তার বাবার সাথে বিদেশ ভ্রমণে থাকাই শাসকগোষ্ঠীর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ‘আখ্যান তৈরির জন্য যথেষ্ট।’
কমিটির আরেক আইনপ্রণেতা পার্ক সান-ওন বলেন, “কমিটির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কিম জু এই-কে মাঝে মাঝে দেখানোর মাধ্যমে তার মর্যাদা দৃঢ় করার ইঙ্গিত দেওয়া হচ্ছে। তাকে বিদেশে অভিজ্ঞতা তৈরি করতে সক্ষম করা হচ্ছে কিন্তু জনসাধারণের অনুষ্ঠানে উপস্থিত হতে দেওয়া হয় না।”
চীন সফরের সময় কিম এবং তার মেয়ের জৈবিক তথ্য প্রকাশ না করার জন্য উত্তর কোরিয়ার কর্মকর্তাদের চিহ্ন মুছে ফেলতে দেখা গেছে। এর মধ্যে আবর্জনা পরিবহনের জন্য একটি বিশেষ বিমান ব্যবহার করা এবং তাদের উত্তর কোরিয়ার দূতাবাসে অবস্থান করা অন্তর্ভুক্ত ছিল।
চলতি মাসের শুরুতে কিম জং উন বহুপাক্ষিক সমাবেশের জন্য বেইজিংয়ে বিরল সফর করেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সামরিক কুচকাওয়াজ দেখেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবারো জামায়াতের আমির হলেন শফিকুর রহমান
আবারো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তৃতীয়বারের মতো তিনি এই পদে নির্বাচিত হলেন।
রবিবার (২ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ।
আরো পড়ুন:
হাসপাতালের নতুন ভবন চালুতে ১০ লাখ টাকা অনুদান দিল জামায়াত
নির্বাচনে ‘অবিচল’ সরকার, যে যার শর্তে ‘অটল’ রাজনৈতিক দল
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের ‘আমির’ ঘোষণা করেন।
এর আগে, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের (সদস্য) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ