প্রেমের টানে নয়, বোন ডেকে বিরামপুরে চীনা নাগরিক
Published: 12th, September 2025 GMT
দিনাজপুরের বিরামপুরে প্রেমের টানে নয়, বরং বোন ডেকে ছুটে এসেছেন এক বিদেশি অতিথি।উপজেলার হাবিবপুর দয়ারপাড়া গ্রামের বাসিন্দা রিতা বেগমের বাসায় অবস্থান করছেন তিনি। তাকে একনজর দেখতে বাড়িটিতে ভিড় করছেন প্রতিবেশীসহ আশপাশের এলাকার মানুষজন। তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা গেছে এই অতিথিকে।
বিদেশি এই নাগরিকের নাম লি ছোয়াচো। তিনি চীনের নাগরিক।
আরো পড়ুন:
বাংলাদেশে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
টিএসএমসির চীনে প্রযুক্তি রপ্তানির লাইসেন্স বাতিল করল যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রিতা বেগম জানান, একটি অ্যাপের মাধ্যমে তার সঙ্গে লি ছোয়াচো-এর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্রে লি ছোয়াচো তাকে বোন হিসেবে গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন এবং পরিবারের সঙ্গেও পরিচিত হতে চান। ভিডিও কলে রিতা বেগমের মায়ের সঙ্গে আলাপের পর তিনি তাকে ‘মা’ সম্বোধন করেন। পরে বাংলাদেশের সংস্কৃতি ও পারিবারিক জীবন কাছ থেকে জানার আগ্রহে তিনি এদেশে আসার সিদ্ধান্ত নেন।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছান লি ছোয়াচো। তাকে বিমানবন্দরে স্বাগত জানান রিতা বেগম, তার বাবা ও জামাই। সেখান থেকে প্রাইভেটকারে তাকে বিরামপুরে নেওয়া হয়।
এই বিদেশি নাগরিকের আগমনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন রিতা বেগম। তিনি স্পষ্ট করে বলেন, “গুজব রটানো হচ্ছে যে, প্রেমের টানে লি ছোয়াচো বাংলাদেশে এসেছেন। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার সংসার ও সন্তান রয়েছে। যারা এমন অপপ্রচার করছেন, তারা আমার সম্মানহানি করতে চাইছেন।”
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ মাহমুদ বলেন, “লি ছোয়াচো আমাদের গ্রামে অতিথি হিসেবে এসেছেন। আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। কেউ যেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে কান না দেন।”
ঢাকা/মোসলেম/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন