ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দেশকে দুনীর্তিতে চ্যাম্পিয়ন করেছে। এ দেশের মানুষ আর চোর-ডাকাত, গুণ্ডা ও চাঁদাবাজকে ক্ষমতায় যাওয়ার জন্য ভোট দেবে না।”

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। গণ-অভ্যুত্থান, গণহত্যার বিচার, পিআর পদ্ধিতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই জনসভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিকরগাছা উপজেলা শাখা। 

ফয়জুল করীম বলেন, ‘জিয়াউর রহমানের আর্দশ বাস্তবায়ন করার বক্তব্য দিয়ে খালেদা জিয়া প্রথম ক্ষমতায় গিয়ে দেশকে তিনবার দুনীর্তিতে চ্যাম্পিয়ন করেছিলেন। দ্বিতীয়বারে জিয়াউর রহমানের আর্দশ বিক্রি করে বিএনপি ক্ষমতায় গিয়ে আরো দুইবার দুনীর্তিতে চ্যাম্পিয়ন হয়। জিয়ার আদর্শ কতবার বিক্রি করে ক্ষমতায় যেতে চান? জনগণ বারবার ক্ষমতায় নিলেও জিয়ার আর্দশ বাস্তবায়ন করতে পারেননি বিএনপি, বরং পাঁচবার দেশকে দুনীর্তিতে চ্যাম্পিয়ন করেছে।” 

তিনি বলেন, “যারা ধানের শীর্ষের প্রার্থী হন, তারা নিজেরা ধান কাটতে পারে না। যারা নৌকায় নির্বাচন করেন, তারা নৌকা চালাতে পারেন না। যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করেন, তারা নিজেরা লাঙ্গল চালাতে পারেন না। এসব মার্কাগুলো সব গরিবের; কিন্তু যারা নির্বাচন করেন তাদের একজনও গরিব না। তাদের কথার সঙ্গে প্রতীকের কোনো মিল নেই। হাতপাখা নিয়ে যিনি নির্বাচন করেন, তিনি হাতপাখা ঘুরাতে পারেন; যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে।” 

“হাতপাখা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার। নির্বাচনে হাতপাখার বিজয় হলে গোটা জাতির বিজয় হবে”, যোগ করেন তিনি।  

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিকরগাছার সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দলটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শোয়াইব হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, যশোর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী আজিজুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরাব, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোরের সভাপতি মিয়া আব্দুল হালিম, সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার। 

ঢাকা/রিটন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক ষমত য় ব এনপ ইসল ম

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ