পাকিস্তানে উদ্ধারকারী নৌকা ডুবে ৯ জনের মৃত্যু
Published: 12th, September 2025 GMT
পাকিস্তানে বন্যায় ত্রাণ তৎপরতার সময় একটি উদ্ধারকারী নৌকা ডুবে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার পূর্ব পাঞ্জাব প্রদেশের ঐতিহাসিক শহর মুলতানের কাছে একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নৌকাটি উল্টে যাওয়ার সময় প্লাবিত গ্রাম থেকে ২৪ জনকে উদ্ধার করা হয়েছিল। নৌকা উল্টে যাওয়ার পরে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের কিছু অংশে গ্রামবাসীরা তাদের বাড়িঘর ছেড়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছে, বিশেষ করে তাদের গরু, ছাগল এবং অন্যান্য প্রাণী তারা রেখে যেতে চাইছে না। কারণ এগুলো তাদের আয়ের অন্যতম প্রধান উৎস। এর ফলে প্রায়শই জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঞ্চলে উদ্ধার কাজ ‘কঠিন, কারণ মানুষ সহযোগিতা করছে না।’
জুনের শেষের দিক থেকে পাকিস্তানে তীব্র বর্ষণ ও নদীর স্রোতের কারণে সৃষ্ট বন্যায় ৯৪৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৯৭ জন পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার ফলে ৪ হাজার ৫০০ টিরও বেশি গ্রাম ডুবে গেছে। আগস্টের শেষের দিক থেকে প্রদেশের ৪৪ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখন পর্যন্ত কমপক্ষে ২৪ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে