পোল্যান্ডে রাশিয়ার ড্রোনের অনুপ্রবেশ নিয়ে ট্রাম্প-টাস্ক কথার লড়াই
Published: 13th, September 2025 GMT
পোল্যান্ডে রাশিয়ার সামরিক ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, ড্রোন অনুপ্রবেশের ঘটনা ভুলবশত হতে পারে। তবে একে ‘রাশিয়ার ইচ্ছাকৃত হামলা’ বলে আখ্যায়িত করেছে ওয়ারশ।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদেশ পোল্যান্ড। গত বুধবার দেশটির পক্ষ থেকে দাবি করা হয়, তাদের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, ওই ড্রোনগুলো দিয়ে মূলত ইউক্রেনে হামলা চালানো হয়েছিল। এর আগে সেগুলো পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে যায়। পোল্যান্ডে হামলা চালানোর কোনো উদ্দেশ্য ছিল না তাদের।
তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধে এটিই ছিল পোল্যান্ডে প্রথম রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা। ওই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানান ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞার দাবিও করেন। পোল্যান্ডের আহ্বানে ড্রোন অনুপ্রবেশের ঘটনা নিয়ে গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক বসার কথা ছিল।
ড্রোনের অনুপ্রবেশ নিয়ে এমন উত্তেজনার মধ্যে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটি হয়তো ভুলবশত হয়েছে।’ পরে পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘পোল্যান্ডে ড্রোন হামলা ভুলবশত হয়েছে, তা আমরাও মনে করতে চাই। তবে তা ভুলবশত হয়নি। আর আমরা এটি জানি।’
প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পোল্যান্ডের প্রতিরক্ষাবিষয়ক উপমন্ত্রী চেজারি টমকজিক। তিনি বলেন, ‘আমি মনে করি, এই বার্তাটা (প্রধানমন্ত্রী মন্তব্য) আজ (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পৌঁছানো উচিত। ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটি ছিল রাশিয়ার ইচ্ছাকৃত হামলা।’
পোল্যান্ডে ড্রোন প্রবেশের ঘটনা দেশটি ও ন্যাটোর সক্ষমতা পরীক্ষা করতে রাশিয়ার একটি প্রচেষ্টা বলে তুলে ধরতে চাইছে ওয়ারশ। ড্রোন অনুপ্রবেশের ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ন্যাটোর সদস্যদেশগুলোর মধ্যেও। ইউরোপের নেতারা বলছেন, এর মাধ্যমে আরও একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে আগ্রহ নেই মস্কোর।
তবে ইউক্রেন নিয়ে একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে না পারলে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি আগে থেকেই দিয়ে রেখেছেন ট্রাম্প। আর বৃহস্পতিবার ফ্রান্স বলেছে, পোল্যান্ডের আকাশসীমার সুরক্ষা দিতে তিনটি রাফাল যুদ্ধবিমান মোতায়েন করবে তারা। আর ন্যাটোর পূর্ব সীমানা নিয়ে নিজেদের প্রতিশ্রুতি জোরদার করার কথা বলেছে জার্মানি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫