নড়াইলের হাইওয়ে পুলিশ আট মাসে ৩৫ লাখ টাকা জরিমানা
Published: 13th, September 2025 GMT
পদ্মা সেতু ও কালনা মধুমতি সেতু চালুর পর থেকে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল পর্যন্ত মহাসড়কটিতে যানবাহনের চলাচল কয়েকগুণ বেড়েছে। এ কারণে সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তদারকি চালিয়ে যাচ্ছে নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ।
এসব তদারকিতে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৯৮১টি অবৈধ যান বাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং জরিমানা আদায় হয়েছে ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে হাইওয়ে পুলিশ চেকপোস্টে গিয়ে দেখা গেছে, বিভিন্ন যানবাহন থামিয়ে প্রতিটি গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র পরীক্ষা করছেন কর্মকর্তারা। একই সঙ্গে নিরাপদ গতিতে গাড়ি চালানো, হেলমেট ব্যবহারসহ সচেতনতামূলক বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে চালকদের মাঝে।
২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতু দিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ওই বছরের ১০ অক্টোবর কালনা ঘাটে কালনা-মধুমতি সেতু চালুর পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় সব যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করতে শুরু করে।
তবে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত সড়ক প্রশস্ত করা হলেও, ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত ১২৯ কিলোমিটার রাস্তা সরু রয়ে গেছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
নড়াইল-তুলারামপুর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ১৩০টি মামলায় ৪ লাখ ৩৩ হাজার টাকা, ফেব্রুয়ারি মাসে ১৩৪টি মামলায় ৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা, মার্চ মাসে ৮৪টি মামলায় ৩ লাখ ১৩ হাজার টাকা;
এপ্রিল মাসে ১২৮টি মামলায় ৪ লাখ ৩৩ হাজার টাকা, মে মাসে ১১২টি মামলায় ৩ লাখ ৯৬ হাজার টাকা, জুন মাসে ১২১টি মামলায় ৪ লাখ ৯৮ হাজার টাকা, জুলাই মাসে ১২০টি মামলায় ৪ লাখ ৭৬ হাজার টাকা এবং আগস্ট মাসে ১৫২টি মামলায় ৫ লাখ ৩১ হাজার টাকা আদায় করেছে নড়াইল হাইওয়ে থানা।
নড়াইল-তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘‘আমরা চালকদের ট্রাফিক আইন মানার বিষয়ে সচেতন করছি। পাশাপাশি অবৈধ যানবাহন, লাইসেন্সবিহীন চালক এবং কাগজপত্রবিহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে।”
ঢাকা/শরিফুল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫