আ.লীগের আমলে মানবাধিকার রক্ষার চেয়ে লঙ্ঘন বেশি হয়েছে
Published: 13th, September 2025 GMT
আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা নয়, মানবাধিকার লঙ্ঘনই বেশি হয়েছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের ইনানীর এক হোটেলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি)- লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ আয়োজিত জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯-এর সংশোধন ও জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়াবিষয়ক পরামর্শ কর্মশালায় তিনি এ অভিযোগ করেন।
আসিফ নজরুল বলেছেন, “অন্তর্বর্তী সরকার মানবাধিকার সুরক্ষায় একটি স্থায়ী দৃষ্টান্ত রেখে যেতে চায়। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনায় মানুষের অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”
কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “দীর্ঘ ১৫ বছরের গুম-খুন ও আয়নাঘরের অন্ধকার থেকে বেরিয়ে আসতে এই জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতির ক্ষমতাবলে এই অধ্যাদেশ জারি হলে বর্তমান সরকারের আমলেই বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।”
খসড়া অধ্যাদেশে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে—মানবাধিকার কমিশনকে সরকারি প্রতিষ্ঠান ও সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধেও স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া। পাশাপাশি, গুম ও খুন প্রতিরোধে আলাদা আইন প্রণয়নের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঢাকা/তারেকুর/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি।
এমি বিজয়ী হলেন যারা—
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স
আরো পড়ুন:
সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান?
রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)
সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন)
সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো গুডবাই)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, দ্য অনার)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবাইন্ডার (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): জেফ হিলার (সামবডি সামহোয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)
ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
তথ্যসূত্র: ভ্যারাইটি
ঢাকা/শান্ত