এমবাপ্পে-গুলের গোলে ১০ জনের রিয়ালের লড়াকু জয়
Published: 13th, September 2025 GMT
স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে এক জন কম নিয়ে প্রায় এক ঘণ্টা খেলেও সোসিয়েদাদের মাঠ থেকে ২–১ গোলের রোমাঞ্চকর জয় ছিনিয়ে আনল লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের শুরুতেই তীব্র আক্রমণ চালায় রিয়াল। দ্বিতীয় মিনিটেই আরদা গুলের গোল পেলেও কিলিয়ান এমবাপ্পে অফসাইডে থাকায় বাতিল হয় গোল। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১২ মিনিটে মিকেল গোতির ভুলের সুযোগ নিয়ে এমবাপ্পে দুর্দান্ত ফিনিশে বল জালে পাঠান। পোস্টে লেগে ভেতরে ঢোকা শটে কোনো সুযোগই পাননি গোলরক্ষক আলেক্স রেমিরো। এটি ছিল ফরাসি তারকার ৩৮তম লা লিগা ম্যাচে ৩৫তম গোল।
আরো পড়ুন:
তিন গোল বাতিলের পরও রিয়ালের দাপুটে জয়
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের সহজ জয়
ম্যাচের গতি পাল্টে যায় ৩১ মিনিটে। মিকেল ওয়ারিয়াজাবালকে ফাউল করার কারণে তরুণ ডিফেন্ডার ডিন হুইজসেন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। মাত্র নয় ম্যাচ খেলে রিয়ালের হয়ে এটি তার দ্বিতীয় লাল কার্ড। ঘটনাটি ঘটে রিয়ালের অর্ধে, যেখানে এদার মিলিতাঁও কভার দিচ্ছিলেন। তাই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন কোচ জাবি আলোনসো। প্রতিবাদ করায় গিয়ে তাকেও দেখানো হয় হলুদ কার্ড।
একজন কম নিয়ে খেললেও মাদ্রিদ দমে যায়নি। বিরতির ঠিক আগে আবারো এমবাপ্পের জাদু। আরিৎস এলুস্তোন্দোকে পরাস্ত করে গুলেরকে বল সাজিয়ে দেন তিনি। ঠান্ডা মাথায় ফিনিশ করে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ তুর্কি তারকা।
দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল স্বাগতিকদের। পাবলো মারিন আর জন গোরোটজাতেগি ভালো সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি। তবে ৫৬ মিনিটে দানি কারভাহালের হাত ছুঁয়ে বল গেলে পেনাল্টি পায় সোসিয়েদাদ। সেখান থেকে নির্ভুল শটে ব্যবধান কমান ওয়ারিয়াজাবাল।
গোল শোধের পর একের পর এক আক্রমণ চালায় সোসিয়েদাদ। এমবাপ্পে ৬৯ মিনিটে আরও একবার সুযোগ পেলেও রেমিরো তাকে আটকান। শেষ ২০ মিনিটে অতিরিক্ত খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে চাপ বাড়ায় স্বাগতিকরা। আরসেন জাখারিয়ান, আন্দের বারেনেচা ও ওয়ারিয়াজাবাল চেষ্টা চালালেও প্রতিবারই দেয়াল হয়ে দাঁড়ান থিবো কোর্তোয়া।
শেষ মুহূর্তে দুযে কালেতা-কার ও টেকেফুসা কুবো গোলের সুযোগ হাতছাড়া করেন। যোগ করা সময়ে জন কারিকাবুরু ও জন আরামবুরু চেষ্টা করলেও রিয়ালের রক্ষণভাগ প্রতিবারই শট ঠেকিয়ে দেয়। শেষ বাঁশি বাজতেই হাঁপ ছেড়ে বাঁচে আলোনসোর শিষ্যরা।
চমক, বিতর্ক আর টানটান উত্তেজনায় ভরা এই ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি লা লিগায় তাদের অপরাজিত যাত্রা ধরে রাখল। আর সেই অভিযানের কেন্দ্রে কিলিয়ান এমবাপ্পের অগ্নিগর্ভ পারফরম্যান্স।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ক ল য় ন এমব প প এমব প প
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫