আইফোন ১৭ সিরিজে আগাম ফরমাশের হিড়িক, পিছিয়ে আইফোন এয়ার
Published: 16th, September 2025 GMT
অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ বাজারে আসার আগেই ক্রেতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। ১৯ সেপ্টেম্বর থেকে নতুন মডেলের আইফোনগুলো বাজারে আসার কথা থাকলেও আগাম ফরমাশ দেওয়া যাচ্ছে। আগাম ফরমাশ কার্যক্রমে বিক্রি প্রত্যাশার চেয়ে ভালো হচ্ছে বলে জানিয়েছেন প্রযুক্তি–বিশ্লেষকেরা। তবে অ্যাপলের তৈরি সবচেয়ে পাতলা আইফোন ‘আইফোন এয়ার’ সম্পর্কে আগ্রহ বেশি থাকলেও মডেলটি আগাম ফরমাশে কিছুটা পিছিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপল পণ্যের খ্যাতিমান বিশ্লেষক মিনগ চি কুও খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) জানান, আইফোন ১৭ সিরিজের আগাম ফরমাশ শুরুর প্রথম সপ্তাহেই গত বছরের আইফোন ১৬ সিরিজের তুলনায় বেশি আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে সিরিজের সবচেয়ে দামি ও শক্তিশালী মডেল আইফোন ১৭ প্রো ম্যাক্সের চাহিদা বেশি দেখা গেছে। অন্যান্য মডেলও বাজারে ইতিবাচক সাড়া ফেলেছে। তবে আইফোন এয়ার নিয়ে চিত্রটা ভিন্ন।
আগাম ফরমাশে আইফোন এয়ার কিছুটা পিছিয়ে রয়েছে বলে মনে করেন মিনগ চি কুও। এ বিষয়ে তিনি জানান, আইফোন এয়ারের প্রাথমিক চাহিদা গত বছরের একই সময়ের আইফোন ১৬ প্লাসের তুলনায় কম দেখা যাচ্ছে। তবে এখনই এটিকে বাজারে ব্যর্থতার পূর্বাভাস হিসেবে দেখা ঠিক হবে না। এ বছর আইফোন এয়ারের উৎপাদনের পরিমাণ গত বছরের আইফোন ১৬ প্লাসের তুলনায় প্রায় তিন গুণ বেশি। ফলে সরবরাহ বেশি হওয়ায় আগাম ফরমাশের চাহিদা তুলনামূলকভাবে কম মনে হতে পারে। বিক্রি শুরুর নির্দিষ্ট সময় পার হওয়ার পরই আইফোন এয়ারের প্রকৃত বাজারচিত্র বোঝা যাবে।
আরও পড়ুননতুন ৪টি মডেলের আইফোনের ঘোষণা দিল অ্যাপল, দাম কত১০ সেপ্টেম্বর ২০২৫প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘অ ড্রপিং’ অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার নামের ৪টি মডেলের আইফোন বাজারে আনার ঘোষণা দেন। অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল আইফোন এয়ার।
সূত্র: ম্যাশেবল
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত