পাবনায় আসন পুনর্বহালের নামে অরাজকতা চলছে: জামায়াত
Published: 17th, September 2025 GMT
পাবনা-১ আসন আগের সীমানা পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস রঞ্জন ও ভাই আব্দুল বাতেনের ইন্ধনে তৃতীয় পক্ষ অরাজকতা করছে বলে দাবি করেছে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে পাবনার সাঁথিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।
সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান বলেন, “ইতোপূর্বে সাঁথিয়ার আলোচিত চতুরহাট কেটে নিয়ে বেড়ার মধ্যে নিয়ে যে সুবিধা নিয়েছে, সেই সুবিধা বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে তারা আন্দোলন করছে। এছাড়াও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিবার, বিশেষ করে তার ছেলে আসিফ শামস রঞ্জন ও ভাই আব্দুল বাতেন লোক ভাড়া করে ও আর্থিকভাবে ইন্ধন দিয়ে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে এই অরাজকতা করাচ্ছে। তারা আন্দোলনের নামে সাঁথিয়াগামী বিভিন্ন গাড়ি ভাঙচুর করছে। ড্রাইভারদের ব্যাপক মারধর করছে।”
তিনি আরো বলেন, “নির্বাচন কমিশনের শুনানিতে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন শুনানিতে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। বেড়াবাসী যদি একক আসনের দাবিতে আন্দোলন করে তাহলে সাঁথিয়া জামায়াতে ইসলামী সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করবে।”
এর আগে বিকেলে সাঁথিয়া উপজেলা একক আসন হওয়াতে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে আনন্দ শোভাযাত্রাটি উপজেলার সিএন্ডবি গোল চত্ত্বর হয়ে কাশিনাথপুর বাজার, চব্বিশ মাইল বাজার, বনগ্রাম বাজার, মাধপুর বাজার, আতাইকুলা বাজার ও ধুলাউড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর আমীর হাফেজ মাওলানা আব্দুল গফুর, সাঁথিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান, সাঁথিয়া পৌর কর্ম পরিষদ সদস্য মাহাদি হাসান প্রমুখ।
ঢাকা/শাহীন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫