কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। চব্বিশ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল শুক্রবার ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ২ নম্বর পারুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মো.

শফিকুল ইসলাম ওরফে শাওন (৪৮), ঢাকার হাতিরঝিল থানার ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন (৬৩), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান ও মোরেলগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. রাসেল হাওলাদার (৪৩), তেজগাঁও থানার ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল (২১), কেন্দ্রীয় ছাত্রলীগের ধর্মবিষয়ক উপসম্পাদক মনিরুজ্জামান ওরফে বাবু (৩৮) এবং সাতক্ষীরা জেলার আশাশুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ (৪৭)।

ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওয়ারী থানা এলাকার ফোল্ডার স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগের একটি দল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মগবাজারে নিজ বাড়ি থেকে শেখ কবির উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগ। রাত ১১টার দিকে হাতিরঝিল থানা এলাকা থেকে মো. রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয় ডিবির লালবাগ বিভাগের অন্য একটি অভিযানে।

রাশেদুল হোসেন ওরফে বুলবুলকে গ্রেপ্তার করেছে ডিবি সাইবার শাখার একটি দল। রাত পৌনে ১২টার দিকে হাতিরঝিল থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে মনিরুজ্জামান ওরফে বাবুকে গ্রেপ্তার করে ডিবি সাইবার উত্তর বিভাগ।

ডিবি সূত্রে আরও জানা গেছে, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে মো. শাহনেওয়াজকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর ন ওরফ আওয় ম

এছাড়াও পড়ুন:

দ্রুত যুদ্ধবিরতি দেখতে চান ট্রাম্প

দ্রুত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি দেখতে চান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজই এটা না হলে তিনি খুশি হতে পারবেন না।

স্থানীয় সময় শুক্রবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে বৈঠকের জন্য আলাস্কায় আসার পথে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেই আলাপচারিতার পর অনলাইনে পোস্ট করা একটি ক্লিপে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। আজকের বৈঠকের সফলতা হিসেবে তিনি কিসের কথা ভাবছেন, সেই প্রশ্নের এ জবাব দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে এখনই সেটা বলতে পারব না। আমি জানি না, এখনো কিছু চূড়ান্ত হয়নি। আমি কিছু বিষয় চাই। আমি যুদ্ধবিরতি দেখতে চাই।’

কী করতে হবে, সে বিষয়ে ইউরোপ তাঁকে বলে দিচ্ছে না জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তবে এ প্রক্রিয়ায় তারা অবশ্যই যুক্ত হতে যাচ্ছে। জেলেনস্কিও থাকবেন। কিন্তু আমি দ্রুত একটি যুদ্ধবিরতি দেখতে চাই।’

ট্রাম্প বলেন, ‘আজই এটা (যুদ্ধবিরতি) হতে যাচ্ছে কি না, তা আমি জানি না। কিন্তু আজ এটা না হলে আমি খুশি হচ্ছি না। প্রত্যেকে বলেছিল, আজ এটা (যুদ্ধবিরতি) হতে পারে না, কিন্তু আমি শুধু বলছি, আমি চাই হত্যাকাণ্ড বন্ধ হোক।’

হত্যাকাণ্ড বন্ধ করার জন্য আলোচনায় এসেছেন জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা কোনো টাকা খরচ করছি না। আমরা টাকা উপার্জন করছি। তাঁরা আমাদের কাছ থেকে অস্ত্র কিনছে, আমরা সেগুলো ন্যাটোতে পাঠাচ্ছি এবং ন্যাটো আমাদের বড় ও আকর্ষণীয় চেক পাঠাচ্ছে।’

ট্রাম্প আরও বলেন, ‘কিন্তু তাতে আমার কিছু আসে–যায় না।…আমি যা নিয়ে চিন্তিত, সেটা হলো গত সপ্তাহে তারা ৭ হাজার ১১ জনকে হারিয়েছে। যাঁদের প্রায় সবাই সৈনিক। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি শহরে ৩৬ জন মারা গেছে। সাত হাজারের বেশি বেশি সেনা! এটা পাগলামো।’

সম্পর্কিত নিবন্ধ