রাজধানীতে ঝটিকা মিছিল, আ.লীগের ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার
Published: 24th, September 2025 GMT
রাজধানীতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এসময় ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, উত্তরা, ফার্মগেট, তেজগাঁও থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ থেকে এসেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নড়াইলের সাবেক এমপি কবিরুল ঢাকা থেকে গ্রেপ্তার
নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার
হিলিতে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার ঘটনায় মুক্তির বিরুদ্ধে নড়াইল ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। তবে, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি পুলিশ।
কবিরুল হক মুক্তি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে কবিরুল হক সংসদ সদস্য পদ হারান।
ঢাকা/মাকসুদ/রাজীব