এবার ফিলিস্তিনের পক্ষে সরব অস্কারজয়ী অভিনেত্রী
Published: 26th, September 2025 GMT
সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিনের পক্ষে সরব হলেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। গাজায় যা ঘটছে, সেটিকে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘গণহত্যার চেয়ে কম কিছু নয়।’ আজ শুক্রবার স্পেনের সান সেবাস্তিয়ানে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা বারবার তাঁকে গাজা যুদ্ধ নিয়ে প্রশ্ন করেন। উৎসব আয়োজকেরা প্রশ্ন থামানোর চেষ্টা করলেও লরেন্স শেষ পর্যন্ত নিজের অবস্থান জানাতে পিছপা হননি।
লরেন্স তাঁর নতুন ছবি ‘ডাই মাই লাভ’-এর প্রদর্শনী আর মর্যাদাপূর্ণ ‘দোনস্তিয়া অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে উৎসবে এসেছেন। সেই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনেই তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি। এটি ভয়ংকর, যা ঘটছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একেবারেই গণহত্যা। আমি আমার সন্তানদের জন্য আতঙ্কিত, আমাদের সবার সন্তানের জন্য।’
রাজনীতি ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে উদ্বেগ
একই সংবাদ সম্মেলনে লরেন্স আরও বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও তাঁকে হতাশ করছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে সাহায্য করে দুর্গোৎসব: আনিসুল ইসলাম মাহমুদ
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘দুর্গোৎসব এখন শুধু একটি ধর্মীয় উৎসব নয়; বরং সর্বজনীন উৎসব। এটি সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে সাহায্য করে।’
গতকাল বুধবার রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের নেতা ও আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথাগুলো বলেন আনিসুল ইসলাম মাহমুদ।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘দুর্গোৎসবের মূল বার্তা হলো অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়। এই উৎসবের মাধ্যমে মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করে এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।’
এদিকে দুর্গাপূজা এখন সব ধর্মের মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়িয়ে তোলে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। তিনি দুর্গোৎসবের মাধ্যমে সনাতন ধর্মের অনুসারীদের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে বনানী পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক রঞ্জন বিশ্বাস বক্তব্য দেন।
শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, কো–চেয়ারম্যান শফিকুল ইসলাম, লিয়াকত হোসেন, জহিরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা, জসিম উদ্দিন, আরিফ খান প্রমুখ।