‘বিজ্ঞানের চর্চা করো, অজানাকে জানো’
Published: 26th, September 2025 GMT
সূর্যের আলো যেদিক পড়বে, ‘সোলার ট্র্যাকার’ নামের যন্ত্রটি সেদিকেই ঘুরে যাবে। স্বয়ংক্রিয়ভাবে সেই আলো শুষে নেবে যন্ত্রটি। সহজেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ। বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবে নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত বিন আজম নিয়ে এসেছিল এই ‘ট্র্যাকার’।
বিজ্ঞান উৎসবের চট্টগ্রাম আঞ্চলিক পর্বে তার বানানো ট্র্যাকারটি সবার নজর কাড়ে। বিচারকের চূড়ান্ত বিচারে আরাফাত প্রথম পুরস্কার জিতে নেয়। আজ শুক্রবার সকাল ৯টায় চট্টগ্রাম নগরের জাকির হোসেন রোডের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুরু হয় এই উৎসব।
বেলুন উড়িয়ে ও জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এতে নিজেদের উদ্ভাবন করা প্রজেক্ট নিয়ে এসেছিল প্রায় ১৫০ শিক্ষার্থী। আর কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় ৩০০ শিক্ষার্থী। সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মেদ লামান রাশীদ শাহিদী ও কাজী মোহাম্মদ তাওসীফুল ওয়ারা প্রথমবারের মতো বিজ্ঞান উৎসবে অংশ নিয়েছে। তারা জানায়, বিজ্ঞানের নানা বিষয় নিয়ে তাদের আগ্রহ রয়েছে। এ কারণে অংশ নিয়েছে।
চট্টগ্রাম আঞ্চলিক পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দিনভর আনন্দ আয়োজনে সাফল্য উদ্যাপন
ভালো ফলাফলের পাশাপাশি প্রথমে ভালো মানুষ হয়ে উঠতে হবে। দেশ ও মানুষকে ভালোবাসতে হবে। বই ও জ্ঞানের কোনো সীমা-পরিসীমা নেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির জ্ঞান আহরণ করতে হবে। পাশাপাশি গান, আবৃত্তি, অভিনয়ের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা বাড়াতে হবে।
শুক্রবার রংপুরে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-প্রথম আলো কৃতী শিক্ষার্থী উৎসব-২০২৫’-এ কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে আমন্ত্রিত অতিথিরা এ কথাগুলো বলেন। ‘স্বপ্ন থেকে সাফল্যের পথে, একসাথে’ স্লোগানে প্রথম আলোর আয়োজনে ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।
চট্টগ্রামের পর আজ রংপুরে ছিল দ্বিতীয় আয়োজন। অন্য ছয়টি বিভাগীয় শহরে এ সংবর্ধনা দেওয়া হবে। রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২ হাজার ৪০০ শিক্ষার্থী নিবন্ধন করেন। সকাল থেকেই কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। নির্ধারিত বুথ থেকে ক্রেস্ট, স্ন্যাকস ও ডিজিটাল সার্টিফিকেট সংগ্রহ করে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা।
রংপুর পুলিশ লাইনস স্কুল থেকে পাস করা শিক্ষার্থী আরেফা খানম এসেছেন এক দিনের জন্য চাপমুক্ত থাকতে। তিনি বলেন, ভর্তি পরীক্ষা পড়াশোনার চাপে বেড়ানোর সুযোগ হয় না। তাই আজকের দিন বন্ধুদের সঙ্গে আনন্দে কাটাতে চান। কুড়িগ্রামের আবদুর রহিম এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলেন। প্রথম আলোর সংবর্ধনার কথা উল্লেখ করে বলেন, এইচএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার এই আয়োজন তাঁর ভালো লাগছে।
রংপুরে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-প্রথম আলো কৃতী শিক্ষার্থী উৎসব-২০২৫’-এ আগত অতিথিরা। শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে