ফতুল্লায় দুটি চোরাই মোটর সাইকেলসহ ডাকাত মহিউদ্দিন গ্রেপ্তার
Published: 30th, September 2025 GMT
ফতুল্লায় দুটি চোরাই মোটর সাইকেলসহ মহিউদ্দিন বাহিনী প্রধান মহিউদ্দিন ওরফে ডাকাত মহিউদ্দিন কে এক সহোযোগি সহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা ফতুল্লা মডেল থানার শিয়াচর লালখা এলাকার মৃত গিয়াস উদ্দিনের পুত্র মহিউদ্দিন ওরফে ডাকাত মহিউদ্দিন (৪০) ও একই এলাকার মোঃ শফিক মিয়ার পুত্র শুভ(২৬)।
সোমবার রাত ১১ টার দিকে তাদের কে ফতুল্লা থানার শিয়াচর লালখা এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে লাল রংয়ের একটি হিরো হোন্ডা( ঢাকা মেট্রো-হ-৫৪-৯২০৭) ও কালো রংয়ের একটি হিরো হোন্ডা সিবিজেড (ঢাকা মেট্রো-ল-২১-৬১৪৮) উদ্ধার করে।
পুলিশ জানায়, শ্রমিক দল নেতা কবির হোসেনের তার লালখাস্থ বাড়ীর ভিতরে নিজ ব্যবহৃত লাল রংয়ের হিরো মোটর সাইকেলটি রোববার রাত ১১ টার দিকে রেখে তালাবদ্ধ করে নিজ কক্ষে ঘুমাতে যায়। সোমবার সকাল ৮ টার দিকে ঘুম থেকে উঠে দেখে তার মোটর সাইকেলটি কো বা কারা চুরি করে নিয়ে গেছে।
পরবর্তীতে স্থানীয় একটি রিক্সার গ্যারেজে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখতে পায় যে রোববার দিবাগত রাত চারটার দিকে কে গ্রেফতারকৃত শুভ সহ অজ্ঞাতনামা ৪/৫ জন চোর কবির হোসেনের মোটর সাইকেল ঠেলে ঠেলে বাসা থেকে বের করে নিয়ে যাচ্ছে।
সারাদিন খোঁজাখুজির পর রাত ১১ টার দিকে কবির হোসেন সহ স্থানীয়রা গ্রেফতারকৃত মহিউদ্দিনের বাড়ীর ভিতর থেকে শুভ কে আটক করে পলিশে সোপর্দ। পরে পুলিশ মহিউদ্দিন ওরফে ডাকাত মহিউদ্দিনের ঘরের তালা ভেঙ্গে ঘরের ভিতর লুকিয়ে থাকা ডাকাত মহিউদ্দিন কে গ্রেফতার করে। এবং কবির হোসেনের চুরি যাওয়া মোটর সাইকেল সহ অপর একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান,গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী। মহিউদ্দিন একজন দূর্র্ধষ অপরাধী ও ডাকাত দলের লোক। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ডাকাতি,ছিনতাই সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
কয়েকদিন মহিউদ্দিন জামিনে কারাগার থেকে বের হয়েই আবার চোরাই মোটর সাইকেল সহ সোমবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এই চক্রের অপর সদস্যদের চিন্থিত করে গ্রেফতার করা হবে বলে তিনি জানান। এবিষয়ে কবির হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত মহিউদ্দিন,শুভ সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ