পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন নিজস্ব চ্যান্সারি ভবনে স্থানান্তরিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন।

আরো পড়ুন:

ঢাবিতে দুই জায়ান্ট স্ক্রিনের সামনে হাজারো দর্শক

ডাকের ‘বন্যায়’ সাইমের রেকর্ড

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, পূর্বে হাইকমিশনের চ্যান্সারি ভবনটি ইসলামাবাদের এফ ব্লকে ভাড়া করা স্থাপনায় অবস্থিত ছিল। তবে বর্তমানে এটি রাজধানীর কূটনৈতিক এলাকায় (ডিপ্লোম্যাটিক এনক্লেভ) নির্মিত নতুন ও আধুনিক ভবনে স্থানান্তর করা হয়েছে।

নতুন ঠিকানা হলো বাংলাদেশ হাইকমিশন, ব্লক-১৫, রোড নম্বর-৩৩ ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০। ফোন: ০৫১-২২৭৯২৬৭। ফ্যাক্স: ০৫১-২২৭৯২৬৬ ই-মেইল: [email protected]।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এখন থেকে কনস্যুলার সেবা, পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সব দূতাবাস কার্যক্রম নতুন ঠিকানা থেকেই পরিচালিত হবে।

ঢাকা/এএএম/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম ব দ

এছাড়াও পড়ুন:

৮ ম্যাচে ৮ জয়, ২২ গোল, কোনো গোল খায়নি—বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের অবিশ্বাস্য রেকর্ড

ম্যাচ ৮
জয় ৮
গোল ২২
বিপক্ষে গোল ০

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এমন নিখুঁত পরিসংখ্যান ইংল্যান্ডের।

ওয়েম্বলিতে গত ২১ মার্চ আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাই শুরু করেছিল ইংল্যান্ড। টমাস টুখেলের ইংল্যান্ডের কোচ হিসেবে সেটা ছিল প্রথম ম্যাচ। ২৪০ দিন পর তিরানায় গতকাল রাতে সেই আলবেনিয়াকেই একই স্কোরলাইনে হারিয়ে ইউরোপিয়ান অঞ্চলে নিজেদের বিশ্বকাপ বাছাই শেষ করল টুখেলের দল। ইউরোপের প্রথম দল হিসেবে অক্টোবরেই বিশ্বকাপে খেলার টিকিট তো পেয়েছেই, বাছাইপর্বটা শেষ করার পথে দারুণ এক রেকর্ডও গড়েছে ‘থ্রি লায়ন্স’রা।

বিশ্বকাপ বাছাইয়ের এক আসরে ইউরোপের প্রথম দল হিসেবে সব ম্যাচ জয়ের পাশাপাশি কোনো গোল হজম না করার রেকর্ড গড়েছে ইংল্যান্ড। বাছাইপর্বে অন্তত ছয় ম্যাচ খেলতে হয়েছে—হিসাবটি করা হয়েছে এই বিবেচনায়। তিরানায় আলবেনিয়ার জালে ২ গোল করা ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইনও আন্তর্জাতিক ম্যাচে গোলের পরিসংখ্যানে পেছনে ফেলেছেন এডসন অরান্তেস দো নাসিমেন্তোকে। ইংল্যান্ডের হয়ে ১১২ ম্যাচে এ নিয়ে ৭৮ গোল হলো কেইনের। ব্রাজিলের হয়ে নাসিমেন্তোর গোলসংখ্যা ৯২ ম্যাচে ৭৭টি—ওহ ভদ্রলোকের আরেক নাম পেলে!

দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড স্ট্রাইকার কেইন গোল পেয়েছেন

সম্পর্কিত নিবন্ধ