নড়াইলে নৌকাবাইচ দেখতে হাজারো দর্শনার্থীর ভীড়
Published: 2nd, October 2025 GMT
নড়াইলের লোহাগড়ায় গ্রাম-বাংলার লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতা উপভোগ করতে মধুমতি নদীর দুই পাড়ে জড়ো হয়েছে হাজারো দর্শনার্থী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর বাজার সংলগ্ন মধুমতি নদীতে এলাকাবাসীর উদ্যোগে বর্ণাঢ্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আরো পড়ুন:
গাইবান্ধায় ২ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু
টাঙ্গাইল প্রেসক্লাবে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
প্রধান অতিথি হিসেবে এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, আয়োজক কমিটির সভাপতি ইউপি সদস্য কামাল শেখ, সাধারণ সম্পাদক তুহিন শিকদার।
প্রধান অতিথি মনিরুল ইসলাম বলেন, “নৌকাবাইচ আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের শেকড়, সংস্কৃতি ও মানুষের সামাজিক সম্প্রীতির প্রতীক। এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করছি।”
শালনগর ইউপির সাবেক চেয়ারম্যান কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন, “নৌকাবাইচ দেখতে দুপুর থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করেন। দুপুরের মধ্যে মধুমতি নদীর দুই পাড়ে দর্শনার্থীতে ভরে যায়। গ্রাম-বাংলার জনপ্রিয় নৌকাবাইচ প্রতিযোগিতা শিশু, নারী-পুরুষসহ সব শ্রেণির দর্শনার্থীদের মুগ্ধ করে।”
শিশু দর্শনার্থী আবদুল্লাহ-আল মারজান, আবদুল্লাহ-আল তাফসির জানায়, এবারই প্রথম কোনো নৌকাবাইচ প্রতিযোগিতা দেখল। অনেক মজা পেয়েছে তারা। এর আগে কোনো প্রতিযোগিতা দেখে তারা এত আনন্দ পায়নি।
প্রতিযোগিতায় নড়াইলসহ পার্শবর্তি বিভিন্ন জেলা থেকে চারটি নৌকা অংশ নেয়। প্রতিটি দলে ৩০-৪০ জন মাঝি সমম্বিলতভাবে নৌকা চালিয়ে প্রতিযোগিতা করেন।
নৌকাবাইচের সঙ্গে গ্রামীণ মেলারও আয়োজন করা হয়। মেলায় হাওয়াই মিঠাই, মাটির তৈরি পুতুল, খেলনার দোকান, পিঠা-পুলিসহ বিভিন্ন পসরা সাজিয়ে অস্থায়ী দোকান বসতে দেখা যায়। সঙ্গে ছিল বাঁশি ও ঢোলের সুর।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঢাকা/শরিফুল/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নড়াইলে নৌকাবাইচ দেখতে হাজারো দর্শনার্থীর ভীড়
নড়াইলের লোহাগড়ায় গ্রাম-বাংলার লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতা উপভোগ করতে মধুমতি নদীর দুই পাড়ে জড়ো হয়েছে হাজারো দর্শনার্থী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর বাজার সংলগ্ন মধুমতি নদীতে এলাকাবাসীর উদ্যোগে বর্ণাঢ্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আরো পড়ুন:
গাইবান্ধায় ২ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু
টাঙ্গাইল প্রেসক্লাবে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
প্রধান অতিথি হিসেবে এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, আয়োজক কমিটির সভাপতি ইউপি সদস্য কামাল শেখ, সাধারণ সম্পাদক তুহিন শিকদার।
প্রধান অতিথি মনিরুল ইসলাম বলেন, “নৌকাবাইচ আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের শেকড়, সংস্কৃতি ও মানুষের সামাজিক সম্প্রীতির প্রতীক। এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করছি।”
শালনগর ইউপির সাবেক চেয়ারম্যান কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন, “নৌকাবাইচ দেখতে দুপুর থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করেন। দুপুরের মধ্যে মধুমতি নদীর দুই পাড়ে দর্শনার্থীতে ভরে যায়। গ্রাম-বাংলার জনপ্রিয় নৌকাবাইচ প্রতিযোগিতা শিশু, নারী-পুরুষসহ সব শ্রেণির দর্শনার্থীদের মুগ্ধ করে।”
শিশু দর্শনার্থী আবদুল্লাহ-আল মারজান, আবদুল্লাহ-আল তাফসির জানায়, এবারই প্রথম কোনো নৌকাবাইচ প্রতিযোগিতা দেখল। অনেক মজা পেয়েছে তারা। এর আগে কোনো প্রতিযোগিতা দেখে তারা এত আনন্দ পায়নি।
প্রতিযোগিতায় নড়াইলসহ পার্শবর্তি বিভিন্ন জেলা থেকে চারটি নৌকা অংশ নেয়। প্রতিটি দলে ৩০-৪০ জন মাঝি সমম্বিলতভাবে নৌকা চালিয়ে প্রতিযোগিতা করেন।
নৌকাবাইচের সঙ্গে গ্রামীণ মেলারও আয়োজন করা হয়। মেলায় হাওয়াই মিঠাই, মাটির তৈরি পুতুল, খেলনার দোকান, পিঠা-পুলিসহ বিভিন্ন পসরা সাজিয়ে অস্থায়ী দোকান বসতে দেখা যায়। সঙ্গে ছিল বাঁশি ও ঢোলের সুর।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঢাকা/শরিফুল/মেহেদী