শিল্পপতি বাবুলের পক্ষে গণসংযোগ
Published: 16th, October 2025 GMT
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ পথসভা করা হয়।
বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) বিকেলে নগরীর ১নং গেইট থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী শুরু হয়।
বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক জহির আহমেদ সোহেলের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, আপনারা যারা আজকে আমার সাথে কষ্ট করেছেন আমি আশা করি আপনাদের এই কষ্ট বিফলে যাবেনা, একটি রাষ্ট্রে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। দল যদি আমার ভাইকে মনোনীত করে এবং জনগণ যদি আমাদের পাশে থাকে তাহলে নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।
এসময় তারা নারায়ণগঞ্জ ১নং বাস স্ট্যান্ড হতে শুরু করে, টানবাজার, ডাইলপট্টি, নিতাইগঞ্জ, কেরোসিন ঘাট, বাপ্পি চত্বর, শহীদনগর, পাঠাননগর, কড়ইতলা, আলামীন নগর, তামাক পট্টি হয়ে বাপ্পি চত্বরে এসে লিফলেট বিতরণ ও গণসংযোগ সমাপ্তি করা হয়৷
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গণস য গ
এছাড়াও পড়ুন:
২৩নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা অন্তর্গত ২৩নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বন্দর পৌরসভার সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ২৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
বন্দর ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাবু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল আহম্মেদ কালুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির মাকিত মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মাহবুবুর রহমান, আলী আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।