Risingbd:
2025-11-26@14:09:33 GMT

শাকিবের নায়িকা রহস্য

Published: 26th, November 2025 GMT

শাকিবের নায়িকা রহস্য

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন ভাগ করার স্বপ্ন দেখেন নতুন–পুরাতন অসংখ্য নায়িকা। ঢালিউড তো বটেই, টলিউডের নায়িকাদের মধ্যেও তাকে ঘিরে রয়েছে বাড়তি আগ্রহ। কারণ, শাকিবের বিপরীতে নায়িকা হওয়া মানেই আলোচনায় আসা, ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হওয়া। তাই তাকে কেন্দ্র করে নায়িকা রহস্য থাকাটা অস্বাভাবিক নয়, বরং এটাই যেন ডিফল্ট মোড। 

সম্প্রতি সেই রহস্য আরো ঘনীভূত হয়েছে তার দুটি বড় বাজেটের সিনেমা—‘সোলজার’ ও ‘প্রিন্স’–কে ঘিরে। প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা শাকিব খান—দু’পক্ষই নায়িকাদের পরিচয় গোপন রেখেছেন। আর তাতেই জল্পনা-কল্পনার শেষ নেই। 

আরো পড়ুন:

বৃদ্ধাশ্রমে বুবলীর জন্মদিন

‘সোলজার’-এ শাকিবের বিপরীতে তানজিন তিশার ফার্স্টলুক প্রকাশ

অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয় ‘সোলজার’ সিনেমার শুটিং। চলছে সাভারসহ বিভিন্ন লোকেশনে, এরপর বিদেশেও হবে শুটিং। শুরুতে কলাকুশলীদের নাম ‘টপ সিক্রেট’ রাখা হয়। পরে ধীরে ধীরে ভেসে আসে পরিচিত কিছু নাম। প্রথম আলোচনায় আসে তানজিন তিশা। তবে নির্মাতা সাকিব ফাহাদ অনেক দিন এ বিষয়ে মুখ খুলেননি। এরপর জানা যায়, সিনেমাটিতে যুক্ত হয়েছেন জান্নাতুল ঐশীসহ আরো একজন তরুণ নায়িকা। 

ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছেন, এই সিনেমায় থাকছেন তিন নায়িকা। এর মধ্যে দুজনের নাম উঠে আসে—তানজিন তিশা ও ঐশী।  এই তথ্যগুলোই এখন চলচ্চিত্রপাড়ায় সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। 

ডিসেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা প্রিন্স সিনেমার। তবে শিডিউল জটিলতার কারণে কিছুটা দেরি হচ্ছে। নির্মাতা জানালেন, শুটিং পূর্ববর্তী বেশিরভাগ কাজই শেষ; ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই শুটিংয়ে যেতে চান তারা। 

এই সিনেমায় শুরু থেকেই আলোচনায় ছিল তিন নায়িকা। প্রযোজনা প্রতিষ্ঠান ইতোমধ্যে তাসনিয়া ফারিণের নাম অফিশিয়ালি ঘোষণা করেছে। কিন্তু গল্পের প্রয়োজনেই নাকি থাকছেন আরো দুই নায়িকা, যাদেরকে ‘প্রধান নায়িকা’ বলা যাবে না। 

ঘনিষ্ঠ একটি সূত্র বলেন, “এটা মাল্টিকাস্ট সেটআপ। শাকিবের সঙ্গে তিন নায়িকাই গুরুত্বপূর্ণ। তাই ‘প্রধান নায়িকা’ বলাটা সঠিক হবে না।” 

আরেক আলোচনায় উঠে এসেছেন টলিউডের নতুন আলোচিত মুখ জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম। দেবের সঙ্গে ‘প্রজাপতি ২’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। পরিচালক আবু হায়াত মাহমুদও আগেই জানিয়েছিলেন—আরো দুই নায়িকা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নভেম্বরের শেষে তাদের নাম প্রকাশের কথা। 

সিনেমা দুটির নির্মাতা–প্রযোজনা–অভিনয়—কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করছে না। ফলে ভক্তদের চর্চা আরো বেড়ে যাচ্ছে। প্রশ্ন রয়েই যাচ্ছে—কোন নায়িকা ‘সোলজার’ সিনেমায়? ‘প্রিন্স’ সিনেমায় কারা থাকছেন? কে প্রধান আর কে সহ–নায়িকা? 

সব মিলিয়ে শাকিব খানের নায়িকা রহস্য এখন ঢালিউডের সবচেয়ে আলোচিত ‘গসিপ টপিক’। সিনেমা মুক্তি না পাওয়া পর্যন্ত হয়তো চলতেই থাকবে এই আলোচনা। 

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র রহস য

এছাড়াও পড়ুন:

ভারতের নয়ডায় বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতে পড়তে এসে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বাংলাদেশি শিক্ষার্থীর। ২২ বছর বয়সী ওই নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তাকে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির মালিক।

শাহরিয়ার উত্তর প্রদেশের নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনআইইউ) পড়াশোনা করতেন। তিনি বাংলাদেশের সিরাজগঞ্জের বাসিন্দা। গ্রেটার নয়ডায় বেটা-১ সেক্টরের একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। তার লাশ দেখতে পাওয়ার পর বেটা-২ থানায় খবর দিলে ঘটলাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। 

আরো পড়ুন:

বারাণসী: বাজেট ১৮০৩ কোটি টাকা, কে কত পারিশ্রমিক নিলেন?

শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে নতুন চিঠি ঢাকার: পররাষ্ট্র উপদেষ্টা

বাড়ির মালিক জানান, রবিবার সন্ধ্যায় আমি জানলা দিয়ে ঘরের মধ্যে তাকাতেই শাহরিয়ারকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপরে সাথে সাথেই থানায় খবর দিই। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, রবিবার তারা খবর পায় সেক্টর বেটা-১ এর একটি ভাড়া নেওয়া বাসায় এক যুবক আত্মহত্যা করে মারা গেছে। এরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। যদিও ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। এরপর বাড়ির মালিকের উপস্থিতিতে পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

বাড়ির মালিক জানান, বিহারের মধুবনীর বাসিন্দা রূপা নামে এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল শাহরিয়ারের। গত ১৬ নভেম্বর, রূপাকে সাথে নিয়ে শাহরিয়ার ওই বাসা ভাড়া নেওয়ার জন্য সেখানে আসে। এসময় তারা দুজনেই নিজেদেরকে বিবাহিত দম্পতি হিসেবে তার (বাড়িওয়ালার) কাছে পরিচয় দেন। প্রতি মাসে ৮ হাজার রুপিতে তিনি শাহরিয়ার দম্পতিকে ঘরটি ভাড়া নিয়েছিলেন। পরদিন ১৭ নভেম্বর তারা উভয়েই ওই ঘরে এসে ওঠেন।  

বাড়িওয়ালা আরো জানান, ওই নারী ২১ নভেম্বর ঘর থেকে বেরিয়ে যান কিন্তু এরপর আর ফিরে আসেননি। আর সেদিন থেকেই শাহরিয়ারের ফোনও বন্ধ ছিল। ফলে একরাশ সন্দেহের জন্ম দেয়। এদিকে ভেতর থেকে দরজা বন্ধ থাকায়, রবিবার ২৩ নভেম্বর তিনি জানালা দিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

তদন্তকারী কর্মকর্তা স্টেশন হাউস অফিসার বিনোদ কুমার জানান, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। মৃত্যুর কারণ কী, তা নিশ্চিত করার জন্য ওই নারীর চলে যাওয়া, এর ফলে শাহরিয়ার মানসিকভাবে ভেঙে পড়েছিল কিনা, শাহরিয়ারের ফোন কেন বন্ধ ছিল বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সমস্যা ছিল কিনা- এই সমস্ত দিক পরীক্ষা করে দেখা হচ্ছে। 

এদিকে তদন্তে নেবে সোমবার সন্ধ্যা পর্যন্ত রুপা নামে ওই নারীর কোনো সন্ধান পায়নি পুলিশ। কারণ ঘটনার পর থেকে রূপার ফোনও বন্ধ পায় তদন্তকারী কর্মকর্তারা। 

বাড়ির মালিক জানান, তারা যখন ঘর ভাড়া নিতে আসে তখন তাদের উভয়কেই নববিবাহিত দম্পতির মতোই লাগছিল। আচমকা এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলবে কখনোই বুঝতে পারিনি।  

পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস ও মৃতের পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে। 

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • ওসির পদায়নও হবে লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • চেলসির কাছে পাত্তা পেল না বার্সেলোনা
  • টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে কারা
  • যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
  • মধ্যরাতে শিক্ষার্থীকে মেসে ডেকে নিয়ে নির্যাতন, প্রতিবাদে সহপাঠীদের অবস্থান
  • জুলাইয়ের হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
  • রাজশাহীতে পুকুর ভরাট বন্ধে অভিযান, পুনঃখননের উদ্যোগ
  • পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা
  • ভারতের নয়ডায় বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার