সামিউলের দিনে ১২ বছরের নন্দিনীর আলো
Published: 21st, October 2025 GMT
দুপুর গড়াতেই মিরপুর জাতীয় সাঁতার কমপ্লেক্সে দর্শকের ভিড়। সংবাদকর্মীরাও কম ছিলেন না। সবার চোখ সামিউল ইসলামের দিকে।
দিনের শুরুতে রেকর্ড গড়া সামিউল দিনের শেষ ইভেন্ট ১০০ মিটার ফ্রিস্টাইলে ভেঙেছেন মাহফিজুর রহমানের এক যুগের পুরোনো রেকর্ড। ৩৪তম জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আজ হওয়া ৭ রেকর্ডের ৪টিই তাঁর। এমন রেকর্ডময় দিনে ডাইভিংয়ে আলো কেড়েছে ১২ বছরের নন্দিনী পাহান।
জাতীয় সাঁতারে এত দিন মেয়েদের ডাইভিং ছিল না। এবার তা যোগ হয়েছে। প্রথমবারেই বিকেএসপিতে ষষ্ঠ শ্রেণির ছাত্রী নন্দিনী ডাইভিংয়ের দুই ইভেন্টে সোনা জিতেছে।
আগের দিন ১ মিটার স্প্রিং বোর্ডে সোনা জেতার পর আজ ৩ মিটারেও প্রথম হয়ে উচ্ছ্বসিত নন্দিনী বলল, ‘আমি দুটিতে প্রথম হয়েছি। খুব ভালো লাগছে। ডাইভিংয়ে একদিন দেশসেরা হতে চাই।’
আজ ৩ মিটার স্প্রিং বোর্ডে সোনা জিতেছে নন্দিনী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইসলামী আন্দোলনের প্রার্থী কেফায়েতুল্লাহ কাশফীর নির্বাচনী শোডাউন
রাজধানীর মতিঝিলে নির্বাচনী শোডাউন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ঢাকা-৮ আসনে দলের মনোনীত সংসদসদস্য প্রার্থী মুফতী কেফায়েতুল্লাহ।
শনিবার সকালে মতিঝিল টিএন্ডটি কলোনী থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে পল্টন, রমনা, শাহজাহানপুর ও শাহবাগ থানার গুরুত্বপূর্ণ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন তিনি।
শোডাউন শেষে বাইতুল মোকাররম উত্তর গেটে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতির বক্তব্যে মুফতী কেফায়েতুল্লাহ কাশফী বলেন, ‘‘স্বাধীনতার পর থেকে দেশে অনেকবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠায় বারবার তারা ব্যর্থ হয়েছে। নিজেদের পকেট ভারি করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে পেশীশক্তির ব্যবহার করেছে। আমরা কথা দিচ্ছি, আপনারা যদি ইসলামের ওপর আস্থা রাখেন তবে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় খাদেম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।’’
তিনি আরো বলেন, ‘‘আমাকে পীর সাহেব চরমোনাই ঢাকা-৮ আসনের জন্য মনোনীত করেছেন। আপনারা আমাকে বিজয়ী করুন, আমি এই আসনের মানুষের খাদেম হতে চাই।’’
শোডাউনে আরো অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির হোসাইন, পল্টন থানা সভাপতি কবির হোসেন খোকন, রমনা থানা সভাপতি অ্যাডভোকেট ফেরদৌস আহমাদ চৌধুরী, মতিঝিল থানা সভাপতি ইঞ্জিনিয়ার রাসেল খান, শাহবাগ থানা সভাপতি তকদির হোসেন রুবেল, শাহজাহানপুর থানা সভাপতি মাওলানা আবু ইউসুফ এবং ঢাকা-০৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ তৃণমূল নেতৃবৃন্দ।
ঢাকা/নঈমুদ্দীন