হ্যাটট্রিকে লোপেজের ইতিহাস, চোটজর্জর বার্সার ৬ গোলের আনন্দ
Published: 21st, October 2025 GMT
বার্সেলোনা ৬–১ অলিম্পিয়াকোস
কারও পেশিতে টান, কারও পিঠে ব্যথা, কেউ আঘাত পেয়েছেন পায়ে, কেউ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছেন আবার কারও হাঁটুর দুই হাড়ের মাঝে চিড় ধরেছে। বার্সেলোনা এখন তাই আক্ষরিক অর্থেই চোটজর্জর দল।
চোটের কারণে আজ খেলতে পারেননি রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া, দানি ওলমোরা। গাভিও লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন।
তবে তাঁদের অভাব বুঝতেই দিলেন না চোট কাটিয়ে ফেরা ফেরমিন লোপেজ। ২২ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার হ্যাটট্রিক করে গড়লেন অনন্য কীর্তি। বার্সার ইতিহাসে লোপেজই প্রথম স্প্যানিশ ফুটবলার, যিনি চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে তিন গোল করলেন। কাতালান ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত ৬০০–এর বেশি স্প্যানিশ খেললেও ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় লোপেজের আগে হ্যাটট্রিক ছিল না কারও।
লোপেজের কীর্তির রাতে জোড়া গোল করলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কাস রাশফোর্ড। আরেকটি গোল উদীয়মান তারকা লামিনে ইয়ামালের। এতেই গ্রিসের সফলতম ক্লাব অলিম্পিয়াকোসকে ৬–১ গোলে বিধ্বস্ত করল বার্সা। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে আগের ম্যাচে হার থেকে শিক্ষা নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল হান্সি ফ্লিকের দল।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চিনি আমদানি বন্ধ, আগে দেশি কলের চিনি বিক্রি হবে: শিল্প উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি করা আপাতত বন্ধ। দেশের চিনিকলের উৎপাদিত চিনি আগে বিক্রি হবে।
আজ শনিবার সকালে নাটোর উত্তরা গণভবনের উন্নয়নমূলক সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শনে এসে এসব কথা বলেন এ উপদেষ্টা।
চিনি নিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘বিদেশ থেকে চিনি আমদানি করা আপাতত বন্ধ। কারণ, আমাদের দেশের চিনিকলগুলোতে উৎপাদিত যে চিনি জমা রয়েছে, সে চিনি আগে টিসিবির মাধ্যমে বিক্রি করছি। এটা চলমান রয়েছে। চিনিতে লাভ খুব দ্রুত আসে না। আমাদের দেশের চিনিকলগুলো ব্রিটিশ আমলের তৈরি। সারা দেশের যে চাহিদা, তার ছোট অংশ আমরা স্থানীয়ভাবে পূরণ করতে পারি। সক্ষমতা শুধু চিনির ওপর না থেকে চিনির সঙ্গে সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার।’
শিল্প উপদেষ্টা আরও বলেন, ‘ভর্তুকি দিয়ে চালানো চিনিকল চালানো সম্ভব নয়। আমরা চেষ্টা করছি। তাই আমাদের সময়ে বা আগামী সরকারের সময় ভালো খবর আসবে। দেশি উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি।’
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘আমাদের কাজ হচ্ছে উত্তরা গণভবনকে তৈরি রাখা। সভা কখন হবে তার নির্ধারিত তারিখ নেই। প্রত্যেক সরকারের আমলে সাধারণত একটি সভা হয়। বা তার চেয়ে বেশি হয়। দীর্ঘদিন এ গণভবনটি অবহেলিত ছিল। তাকে আমরা তৈরি করলাম।’
এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।