শেরপুরে প্রতিদিন বিকেলে বসে পিঁপড়ার ডিমের হাট, সংসার চলে সেই আয়ে
Published: 22nd, October 2025 GMT
লম্বা লাঠির মাথায় বাঁধা হয়েছে জাল। সঙ্গে আছে বাঁশের তৈরি ঝুড়ি। এসব হাতিয়ার নিয়ে গারো পাহাড়ের গাছে গাছে পিঁপড়ার বাসা খুঁজে বেড়ান শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কয়েকজন বাসিন্দা। কাঙ্ক্ষিত বাসা খুঁজে পেলে বাঁশে বাঁধা জালের সাহায্যে পিঁপড়ার ডিম নিচে নামান। এরপর পিঁপড়ার কামড় সহ্য করে এসব ডিম আলাদা করে রাখেন সেই ঝুড়িতে। পরে সেগুলো বিক্রি করেন বাজারে। এভাবে জীবিকা নির্বাহ করে আসছে সেখানকার শতাধিক পরিবার।
উপজেলার বাঁকাকুড়া, গজনি, নয়ারাংটিয়া, বউবাজার ও বটতলা গ্রামে প্রতিদিন বিকেলে বসে পিঁপড়ার ডিমের হাট। প্রতি কেজি ডিম বিক্রি হয় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। একেকজন সংগ্রাহক দিনে গড়ে ৪০০ থেকে ৭০০ গ্রাম ডিম সংগ্রহ করতে পারেন। পরে সেগুলো ওজন করে কার্টনে ভরে পাঠানো হয় মহাজনের কাছে। সন্ধ্যায় তালিকা অনুযায়ী সংগ্রাহকদের টাকা পরিশোধ করা হয়।
গারো পাহাড়ের ডিম সংগ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত বড়শি দিয়ে মাছ ধরেন—এমন শিকারিরাই পিঁপড়ার ডিমের প্রধান ক্রেতা। মাছ ধরার প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন সময়ে এসব ডিমের বেশ চাহিদা থাকে। দুই থেকে চারজন মিলে দল গঠন করে সংগ্রাহকেরা গারো পাহাড়ের শাল-গজারির বন, ঝোপঝাড় ও বড় গাছে পিঁপড়ার বাসা খোঁজেন।
সম্প্রতি সীমান্তবর্তী নয়ারাংটিয়া গ্রামের বউবাজারে দেখা গেছে, কয়েকজন সংগ্রহ করা ডিম নিয়ে বাজারে এসেছেন। ডিমের সঙ্গে থাকা পিঁপড়া ছাড়িয়ে এসব ওজন করে বিক্রি হচ্ছে কেজি দরে। ব্যবসায়ীরা এসব ডিম প্যাকেটজাত করে পাঠান রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়।
হাটে বিক্রির পর কার্টনে ভরে এসব ডিম দেশের নানা প্রান্তে পাঠানো হয়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এসব ড ম
এছাড়াও পড়ুন:
অলিপুরে ২২০ বস্তা ভারতীয় জিরা জব্দ, আটক ২
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ২২০ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে। প্রতিটি বস্তায় রয়েছে ৩০ কেজি জিরা, যার বাজারমূল্য প্রতি কেজি ১ হাজার টাকা হিসেবে ৬৬ লাখ টাকা।
বুধবার (২২ অক্টোবর) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার দুপুরে (যশোর ট-১১-৪১-৮৯) নম্বরের একটি ট্রাক অলিপুর চেকপোস্টে পৌঁছলে হাইওয়ে পুলিশ সন্দেহজনক মনে করে ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এসময় ট্রাকভর্তি জিরা জব্দ করা হয়। পরে ট্রাকের চালক সাহাবুদ্দিন (২৩) ও হেলপার মো. আকাশকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন জানান, তিনি ভাড়ায় ট্রাক চালান। পণ্যের মালিকানা সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, জব্দকৃত জিরা বিদেশি বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শুল্ক আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/মামুন/এস