কুড়িগ্রামে জমি দখলের অভিযোগে যুবদলের ২ নেতা বহিষ্কার
Published: 22nd, October 2025 GMT
কুড়িগ্রামের রৌমারীতে জমি দখলের অভিযোগে যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালাল সোহান ও সদস্য নাজমুল হোসেন টাইগারকে প্রাথমিকভাবে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।
বুধবার (২২ অক্টোবর) জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা গেছে।
যাদুর চর ইউনিয়নের কোমরভাঙি মধ্যপাড়া এলাকায় ১৬ শতক জমির মধ্যে আট শতক জমি ৩০ বছর আগে আয়নাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন আব্দুল কাদের। আয়নাল মিয়া মারা যাওয়ার পর তার ছেলে চাঁন মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল ও সদস্য নাজমুল হোসেন টাইগারসহ ১২ জনকে ভাড়া করে এনে জোরপূর্বক বাকি আট শতক জমিও দখল করার চেষ্টা করেন। এ সময় প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরে গ্রামবাসী ভাড়াটিয়াদের ধাওয়া শুরু করলে একপর্যায়ে প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবীর বলেছেন, দলীয় নেতাকর্মীরা ব্যক্তিগত স্বার্থে এ ধরনের কাজে জড়ালে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাই, এ ঘটনার সঙ্গে জড়িতদের সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেছেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে। আব্দুস সামাদ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা/বাদশাহ্/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেশে প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে স্বীকৃতি পেল সাতক্ষীরার রুহাব
বাংলাদেশে প্রথমবারের মতো ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে স্বীকৃতি পেয়েছে শিশু আয়ান খান রুহাব। মাত্র ৮ মাস বয়সেই রুহাব এই বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। শিশু আয়ান খান সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের ইমরান রাব্বির ছেলে।
পরিবেশ সচেতনতার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হওয়া ছাড়াও বাংলাদেশের টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজন প্রচেষ্টায় এক নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
আরো পড়ুন:
কালীগঞ্জে মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ
খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার
শিশু আয়ান খান রুহাবের বাবা ইমরান রাব্বি পরিবেশবাদী সংগঠন গ্রিনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়শা আক্তার কিরণের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তাদের এই উদ্যোগের লক্ষ্য-শিশুর জন্মের মুহূর্ত থেকেই পৃথিবীর প্রতি দায়িত্ববোধ তৈরি করা।
আয়ান খান রুহাবের বাবা ইমরান রাব্বি জানান, রুহাবের জন্ম ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি। তার জীবনব্যাপী কার্বন নিঃসরণ অফসেট করতে সেপ্টেম্বর মাসে তারা সাতক্ষীরার শিবপুর গ্রামে ৫৮০টি ফলদ ও বনজ গাছ রোপণ করেছেন। রোপণ করা গাছের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, আমড়া, সুপারি ও নিম।
এই উদ্যোগের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি)। সংস্থার গ্রান্টজয়ী প্রকল্প ঢাকা প্ল্যান্টারস এর আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রুহাবকে বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে সনদ প্রদান করা হয়।
তিনি বলেন, “আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশে বড় হতে পারে। এটা তার ভবিষ্যৎ ও পৃথিবীর জন্য আমাদের ছোট্ট একটি উদ্যোগ মাত্র। সবাই রুহাবের জন্য দোয়া করবেন, যেন সে সুন্দর মনের মানুষ হয় এবং প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠে।”
আয়ান খান রুহাবের মা আয়শা আক্তার বলেন, “আমাদের ছেলের জন্য গাছ লাগিয়েছি আমরা। কিন্তু তা সব শিশুদের জন্যই উপকারে আসবে। আপনি চাইলে আপনার পরিবারের নতুন সদস্য এলে কিছু গাছ লাগিয়ে ফেলতে পারেন, যা তার ভবিষ্যৎকে সুন্দর করবে।”
ঢাকা/শাহীন/মেহেদী