ওয়ানডে সিরিজ শেষে টি-২০ সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। চট্টগ্রামে সাগরপাড়ের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ক্যারিবীয় দল চট্টগ্রামের টিম হোটেল রেডিসন ব্লুতে এসে পোঁছায়। বিকেল সাড়ে ৪টার দিকে একই হোটেলে আসে বাংলাদেশ দল। 

আরো পড়ুন:

বাংলাদেশ সফরে রহস্যময় অসুস্থতার কথা জানালেন তিলক

সৌম‍্যর এত প্রশংসা করবেন না, নজর লাগবে: ফারিয়া

দুই দলকেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে টিম হাটেলে পৌঁছে দেয় চট্টগ্রাম মহানগর পুলিশ, র‌্যাবসহ একাধিক নিরাপত্তা সংস্থার গাড়িবহর। 

এর আগে গতকাল বৃহস্পতিবার টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে অধিনায়ক লিটন কুমার দাসসহ একাধিক ক্রিকেটার চট্টগ্রামে আসেন।

আগামী সোমবার (২৭ অক্টোবর) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে। একই মাঠে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ অক্টোবর (বুধবার ও শুক্রবার)। সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

চট্টগ্রামের কন্ডিশনকে মাথায় রেখে টি-টোয়েন্টি দলে পরিবর্তন এনেছে ক্যারিবীয়রা। ওয়ানডে সিরিজে দুই বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও গুড়াকেশ মোতিকে দেখা গিয়েছিল। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরেক বাঁহাতি স্পিনার খারি পিয়েরে।

ঢাকা/রেজাউল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইন ড জ ক র ক ট

এছাড়াও পড়ুন:

একটি দল বেহেশতের সার্টিফিকেটও বিলিয়ে দিচ্ছে: এ্যানী

নির্বাচন সামনে রেখে একটি ইসলামী রাজনৈতিক দল অপপ্রচারে নেমেছে— মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘‘তারা এখন বিভিন্ন অপব্যাখ্যা দিচ্ছেন। বেহেশতের সার্টিফিকেটও বিলিয়ে দিচ্ছেন।’’

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর মহিলাদলের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন

‘স্বাধীনতাবিরোধী অপশক্তি নির্বাচন পেছানোর চেষ্টা করছে’ 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘‘এই পরিস্থিতি মোকাবিলা করে আগামীর নির্বাচনে ধানের শীষ জয়ী করে সুন্দর দেশ ও সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।’’ 

তিনি আরো বলেন, ‘‘খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আপনারা এবং আপনাদের পরিবার বিএনপির পাশে ছিলেন, আছেন, এবং থাকবেন- এই বিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’’

লক্ষ্মীপুর পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। 

এ সময় পৌর ও জেলা মহিলা দলসহ বিএনপির স্থানীয় সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। 
 

ঢাকা/লিটন/বকুল 

সম্পর্কিত নিবন্ধ