মালাইকার বয়স নিয়ে গোলক ধাঁধায় নেটিজেনরা
Published: 24th, October 2025 GMT
বয়স যে কেবলি সংখ্যা, তা বহুবার প্রমাণ করে দিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বয়সের সংখ্যাকে চলমান রেখে, নিজের শরীরি সৌন্দর্য ঠিকই স্থির রেখেছেন এই অভিনেত্রী।
ফ্যাশন ও স্বাস্থ্যসচেতন মালাইকা বরাবরই বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। ব্যয়বহুল পরিধেয় পোশাকে রাখেন নান্দনিকতা। ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্রেও তার ব্যত্যয় ঘটে না। সবকিছু মিলিয়ে মালাইকার সঠিক বয়স ঠাহর করা কঠিন।
আরো পড়ুন:
রাজেশ খান্নার নাতনিকে কতটা চেনেন?
ফুটপাতের দোকানের জিনিস ছুড়ে ফেলছেন ক্ষুব্ধ খুশি, ভিডিও ভাইরাল
কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ‘থাম্মা’ সিনেমার ‘পয়জন বেবি’ গান। দীর্ঘ দিন পর এ গানের মাধ্যমে পর্দায় ফিরেছেন আইটেম কন্যা মালাইকা আরোরা। জেসমিন স্যান্ডলাস, সচিন-জিগর ও দিব্যা কুমারের এ গানে মালাইকার নাচে বুঁদ হয়ে আছেন দর্শকরা। গানটিতে মালাইকার হিল্লোল তোলা নাচ আর শরীরি সৌন্দর্য গোলক ধাঁধায় ফেলে দিয়েছে দর্শকদের।
সকলেই জানেন মালাইকার বয়স ৫২। সত্যি কি তাই? এ প্রশ্ন যখন জোরালো হয়েছে, তখনই প্রকৃতির নিয়মে চলে এসেছে মালাইকার জন্মদিন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ছিল বলিউডের ‘মুন্নির’ জন্মদিন। এ উপলক্ষে বরাবরের মতো এবারো ঘরোয়া আয়োজন ছিল। পুত্র ও পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করেন এই অভিনেত্রী। আর এই আসরে ‘রহস্যময়ী মালাইকার’ বয়স ফাঁস করলেন তার বোন অমৃতা আরোরা।
জন্মদিনের কেক ও মালাইকার কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অমৃতা আরোরা। এক পোস্টে অমৃতা আরোরা লেখেন, “এত বছর ধরেই তোমার ৫০ হওয়ার গল্প, অবশেষে সত্যি তোমার ৫০ হলো, আমার সুন্দরী বোন।”
অন্য একটি পোস্টে অমৃতা লেখন, “মাল্লা, অবশেষে তোমার ৫০ হলো। আহ, এর চেয়ে ভালো ৫০ বছরের কেউ হতে পারে নাকি! উফফ, আমি তোমাকে ভীষণ ভালোবাসি… গত রাতটা কী দারুণ ছিল… একেবারে জাদুকরি।”
অমৃতার এসব পোস্ট দেখে নেটিজেনদের অনেকের চোখ কপালে উঠেছে। রেডিটে দেওয়া এক পোস্টে একজন লেখেন, “২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত আপনি ৪৯ ও ৫০ তম জন্মদিন উদযাপন করছেন।” এ পোস্টে একজন লেখেন, “বয়স নিয়ে আপনারা কেন চিন্তিত? বয়সের তুলনায় সে (মালাইকা) দেখতে অসাধারণ।” আরেকজন লেখেন, “আমার বয়স ৩৫, আমাকে দেখতে তার চেয়েও বেশি বয়েসি মনে হয়।”
মালাইকার বয়স ৫০, নেটিজেনদের অনেকে তা মানতে নারাজ। একজন লেখেন, “এক সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, আরবাজের চেয়ে ২ বছরের বড় সে। গুগল বলছে, আরবাজের বয়স এখন ৫৮, তাহলে মালাইকার বয়স ৬০ বছর? ধুর, ৬০ বছর বয়সেও আমি এরকম দেখতে হলে যেকোনো কিছু করতে রাজি!”
এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বয়স নিয়ে নানা সময় নানা ধরনের চর্চা চললেও পরিষ্কার কোনো মন্তব্য করেননি মালাইকা।
মালাইকার বাবার নাম অনিল আরোরা, মায়ের নাম জয়েস পলিকার্প। অনিল-জয়েস দম্পতির দুই সন্তান। তারা হলেন—মালাইকা আরোরা ও অমৃতা আরোরা। মালাইকার বয়স যখন ১১ বছর তখন তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তবে পরবর্তীতে অনীল কুলদীপ মেহতাকে বিয়ে করেন মালাইকার মা। গত বছরের শেষের দিকে আত্মহত্যা করেন মালাইকার সৎবাবা অনিল কুলদীপ।
মালাইকার বাবা-মা অনিল আরোরা ও জয়েসের বিচ্ছেদের পর মায়ের কাছেই বেড়ে উঠেন মালাইকা ও তার বোন অমৃতা। ফলে মালাইকার চাকচিক্যময় জীবন নিয়ে নানা সময়ে নানা প্রশ্নও উঠলেও তার সত্যিকারের জীবন এতটা সহজ নয়, কখনো ছিলও না। কারণ অনেক সংগ্রাম করে আজকের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।
১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। এরপর আর বিয়ে করেননি মালাইকা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র বছর র আরব জ
এছাড়াও পড়ুন:
সিলেট সীমান্তে চোরাকারবারিদের হামলা ঠেকাতে বিজিবির গুলি, যুবক নিহত
সিলেটের জৈন্তাপুরে চোরাকারবারিদের হামলা ঠেকাতে গুলি চালিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে চারাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীদের আক্রমণে একজন বিজিবি সদস্য মারাত্মকভাবে আহত হয়ে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে বিজিবি।
নিহত আলমাস উদ্দিন (৩০) জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, জৈন্তাপুর সীমান্ত এলাকায় চোরাই পণ্য ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। বুধবার সকালে বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। বেলা ১১টার দিকে চারিকাটা ইউনিয়ন দিয়ে চোরাই পণ্যে ভর্তি পিকআপ প্রবেশ করে। এক পর্যায়ে বিজিবির টহল দল পিকআপটিকে ধাওয়া করে। এতে চোরাচালনের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালান। এ সময় চোরাকারবারিদের হামলা প্রতিহত করতে বিজিবি সদস্যরা গুলি ছোড়ে। এ সময় এক যুবক গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বিজিবির গুলিতে এক যুবকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নিহতের মরদেহ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে।
এ ঘটনার পর বুধবার বিকেলে বিজিবি-১৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকালে সুরাইঘাট বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্তিখাল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে যায়। অভিযান চলাকালীন টহল দল একটি অবৈধ পণ্যবাহী পিকআপ আটক করলে অজ্ঞাতনামা একদল সশস্ত্র চোরাকারবারি দেশীয় ধারালো অস্ত্র, দা, বল্লম, লাঠিসোঁটাসহ টহল দলের ওপর আকস্মিকভাবে হামলা চালায় এবং তারা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চোরাকারবারিদের ক্রমাগত আক্রমণ থেকে সরকারি সম্পদ (অস্ত্র ও গোলাবারুদ) ও টহল দলের সদস্যদের জানমাল রক্ষার্থে বিজিবি সদস্যরা নিরুপায় হয়ে ৪-৫টি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের আক্রমণে একজন বিজিবি সদস্য মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।