থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে সিরিকিত মারা যান বলে এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাইসহোল্ড ব্যুরো।

রানি সিরিকিত ২০১৯ সাল থেকে শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এর মধ্যে চলতি মাসে তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়ে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আরও পড়ুন২৭ বছর পর কেন দেশে ফিরলেন থাই রাজার মেজ ছেলে০৮ আগস্ট ২০২৩

দীর্ঘ ৬ দশকের বেশি সময় ধরে থাইল্যান্ডে রানি ছিলেন সিরিকিত। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজা ভূমিবল আদুলাদেজের স্ত্রী। ২০১৬ সালে রাজা ভূমিবল মারা যান। এরপর সিংহাসনে বসেন তাঁদের ছেলে মহা ভাজিরালংকর্ন।

বিবৃতিতে বলা হয়, প্রয়াত মায়ের জন্য রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরোকে নির্দেশ দিয়েছেন রাজা ভাজিরালংকর্ন। রানি সিরিকিতের মরদেহ ব্যাংককের রাজপ্রাসাদের দুসিত থোর্ন হলে সমাহিত করা হবে। রাজপরিবারের সদস্যরা এক বছরের শোক পালন করবেন।

রানি সিরিকিতের মৃত্যুতে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল তাঁর মালয়েশিয়া সফর বাতিল করেছেন। দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দিতে তাঁর কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল।

সিরিকিতের বাবা ছিলেন ফ্রান্সে থাই রাষ্ট্রদূত। প্যারিসে পড়াশোনা করেন তিনি। সেখানেই রাজা ভূমিবলের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়।

আরও পড়ুনথাই রাজা ২০ উপপত্নীসহ জার্মানিতে আইসোলেশনে২৯ মার্চ ২০২০

১৯৮০ সালে বিবিসির একটি তথ্যচিত্রে ভূমিবলের সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনের স্মৃতিচারণা করেছিলেন সিরিকিত। মজা করে বরেছিলেন, প্রথম দেখায় ভূমিবলকে তাঁর একটুও ভালো লাগেনি। কারণ, ভূমিবল দেরি করে এসেছিলেন। বিকেল চারটায় আসার কথা থাকলেও ভূমিবল সন্ধ্যা সাতটা পর্যন্ত তাঁকে অপেক্ষা করিয়েছিলেন।

এ যুগল ১৯৫০ সালের ২৮ এপ্রিল বিয়ে করেন। সপ্তাহখানেক পর ভূমিবল সিংহাসনে আরোহণ করেন। ষাটের দশকে তরুণ রাজকীয় দম্পতি হিসেবে বিশ্বভ্রমণ করেন ভূমিবল–সিরিকিত। মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ, তারকা এলভিস প্রিসলি প্রমুখের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। ওই দশকজুড়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজের সেরা পোশাকের জন্য আলোচনায় ছিলেন সিরিকিত।

আরও পড়ুনঅভিষেকের আগে দেহরক্ষীকে বিয়ে করলেন থাই রাজা০২ মে ২০১৯

সিরিকিতকে খুবই সম্মান করেন থাইল্যান্ডের মানুষ। দেশটিতে ১২ আগস্ট তাঁর জন্মদিনকে ‘মা দিবস’ হিসেবে পালন করা হয়। ১৯৭৬ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

২০১২ সালে স্ট্রোক করেছিলেন সিরিকিত। এরপর থেকে তাঁকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

আরও পড়ুনমর্যাদা ফিরে পেলেন থাই রাজার প্রেমিকা সিনিনাত ০২ সেপ্টেম্বর ২০২০.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ ম বল

এছাড়াও পড়ুন:

কালশীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবক আহত

কালশীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবক আহত
তাসনিম-০২৩০৪
সেকশন: অপরাধ
ট্যাগ: মাদক, ছুরিকাঘাত, পল্লবী, মিরপুর
মেটা: আহত সাগর সাজসজ্জার কারচুপি দোকানের কর্মচারী।
এক্সসার্পট: খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেন। এরপর সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ছবি: যুবককে ছুরিকাঘাতের প্রতীকী ছবি
টাইটেল: কালশীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবক আহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের পল্লবী থানার কালশী এলাকায় বিহারি ক্যাম্পে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে মো. সাগর (২৭) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি ওই এলাকার একটি দোকানের কর্মচারী।

আহত সাগরের স্বজনেরা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন সাগর। এ সময় তিনি মিল্লাদ ক্যাম্পে তাঁর বোনের বাসায় সামনে মাদক বিক্রেতাদের বেচাকেনা করতে দেখেন। এর প্রতিবাদ করায় মাদক কারবারি জনি তাঁকে পেটে ছুরিকাঘাত করেন। সাগর পল্লবী কালশী রোডের ই-ব্লকের বিহারি ক্যাম্পের মৃত আবদুল গফুরের ছেলে।

সাগরের বোন রেশমা আক্তার জানান, খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেন। এরপর সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, আহত সাগর জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘করুণ অভিমানের’ মালা গাঁথেন যূথীরা, জানেন না ফুলের নাম
  • এশিয়া সফরে সির সঙ্গে চূড়ান্ত চুক্তি চান ট্রাম্প
  • খাগড়াছড়িতে পাটাতন দেবে সেতুতেই আটকা কাভার্ড ভ্যান, যান চলাচল ব্যাহত
  • অ্যাডিলেডে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
  • লিটন ফিরলেন টি-টোয়েন্টিতে, সৌম‌্য-সাইফ উদ্দিন নেই
  • দাউদ ইব্রাহিমের প্রেমে পড়েন এই নায়িকা, এরপর...
  • প্রকাশ্যে গুলি ছোড়েন কিশোর গ্যাং নেতা, রয়েছে নিজস্ব টর্চার সেল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ছাড়িয়েছে
  • কালশীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবক আহত