জিএম কাদের ছাড়াই মঞ্জু-আনিসের নেতৃত্বে আসছে নির্বাচনি জোট
Published: 27th, November 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন নির্বাচনি জোট। এই জোটে সমমনা একাধিক দলকে যুক্ত করে জোটের কলেবর বাড়াতে চান নেতারা; সব দিক বিবেচনায় নিয়ে সেই আলোচনাও এগিয়ে নিয়েছেন তারা।
তবে নতুন এই জোটে থাকছে না গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম) জাতীয় পার্টি।
জোট গঠনের বিষয়টি নিশ্চিত করে জাতীয় পার্টির (একাংশ) নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেন, “আমাদের সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে একটি জোট গঠনের ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে ঘরোয়া আলোচনা করছি। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও আগামীতে দেশে একটি সুস্থ ধারার রাজনীতিকে বিকশিত করার জন্য এই জোট গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
মুজিবুল হক চুন্না আশা করছেন, “শিগরিই অনুষ্ঠানিকভাবে আমরা জাতির সামনে নতুন রাজনৈতিক জোটের আত্নপ্রকাশ ঘটাতে পারব।”
জাতীয় পার্টি সূত্র জানায়, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। এরইমধ্যে দলের নেতাকর্মীরা নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছেন। প্রশাসনিক নিরপেক্ষতা থাকলে, নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।
এ জন্য দলটির পক্ষ থেকে সভা-সমাবেশ ও বিবৃতি দিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনকে বারবার আহ্বান জানাচ্ছে। তারা দেশি-বিদেশি সংস্থাগুলোকেও দৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যেই জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টি বিভিন্ন অংশকে নিয়ে নির্বাচনি জোট গঠনের প্রক্রিয়া চালাচ্ছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিস, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু ও মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদারসহ শীর্ষ নেতারা জাতীয় পার্টির এক সময়ের প্রভাবশালী মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে যোগাযোগ করেন বলে জানিয়ে ওই সূত্রটি বলছে, বেশ কয়েকবার আলোচনার পর দুই জাতীয় পার্টি একসঙ্গে নির্বাচনি জোট গঠনে সম্মত হয়। জোট গঠনের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। যেকোনো সময় দুই জাতীয় পার্টি নতুন এই জোটের ঘোষণা দেবে।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার রাইজিংবিডি ডটকমকে বলেন, আমাদের দেশে দীর্ঘদিন ধরে জোটের রাজনীতি চলে আসছে। দেশের বড় দলগুলো জোট গঠন করে ভোট করার তৎপরতা চালাচ্ছে। আমরাও আমাদের সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে জোট গঠন করতে যাচ্ছি। আশা করছি, আগামী মাসের প্রথম সপ্তাহে এই জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে।
জানা গেছে, বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী মূল্যবোধ, উদার গণতন্ত্র ও সব ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এই জোট হতে যাচ্ছে।
সূত্র বলছে, আনিস ও মঞ্জুর নেতৃত্বাধীন সম্ভাব্য এই জোটে ৫ আগস্ট পট পরিবর্তনের পর আত্নপ্রকাশ করা বেশ কয়েকটি রাজনৈতিক দল যোগ দিতে পারে। সমমনা বেশ কিছু রাজনৈতিক দল নুতন জোটে যুক্ত হতে পারে।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন ত ক দল এই জ ট দলগ ল
এছাড়াও পড়ুন:
আনিসুলের জাতীয় পার্টি ও জেপি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে, নতুন জোট গঠনেরও উদ্যোগ
আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন দুই জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এই দুই দলের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক জোট গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জোটের আনুষ্ঠানিক যাত্রা হতে পারে।
জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমরা একটা বৃহত্তর জোট গঠনের লক্ষ্যে কাজ করছি। এর বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না।’
নতুন এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামি মূল্যবোধসহ সব ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের কার্যক্রম চলছে।
তবে কোন দলগুলোকে নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি এখনো স্পষ্ট নয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর তাদের নেতৃত্বাধীন মহাজোট ১৪ দলের শরিক দলগুলো নিষ্ক্রিয় রয়েছে। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত দলগুলোর কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর জাতীয় পার্টির (জাপা) রাজনৈতিক কর্মসূচিতেও দলটিকে নানা ধরনের বাধা, প্রতিবন্ধকতার মুখে পড়তে দেখা গেছে। এমন অবস্থায় আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টি ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ ও নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগের খবর প্রকাশ পেল।
জাতীয় পার্টির (একাংশ) নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেন, ‘সমমনা বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে একটি জোট গঠনের ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে ঘরোয়া আলোচনা করছি। আশা করি শিগগির আনুষ্ঠানিকভাবে আমরা নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটাতে পারব।’ আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে বলে জানান দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
অবশ্য নতুন রাজনৈতিক উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত বছরের ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মপ্রকাশ করা কয়েকটি দল এই জোটে থাকতে পারে। এ ছাড়া গত ৯ আগস্ট ঢাকার গুলশানে অনুষ্ঠিত জাতীয় পার্টির কাউন্সিলে সংহতি প্রকাশ করতে আসা কয়েকটি দলও এতে যুক্ত হতে পারে।